কোষ্ঠীতে সরকারি চাকরি পাওয়ার প্রবল যোগ থাকে এই ৫ রাশির জাতকদের, আপনি আছেন তালিকায়?
ODD বাংলা ডেস্ক: আজকের এই প্রতিযোগিতামূলক বাজারে চাকরি খোঁজা যে একটা অত্যন্ত কঠিন কাজ, তা অস্বীকার করে লাভ নেই। মনের মতো চাকরি পেতে রীতিমত মাথার ঘাম পায়ে ফেলতে হয় তরুণ তরুণীদের। তবু অনেকেরই নিজের পছন্দসই চাকরি অধরাই থেকে যায়। সরকারি চাকরি আমাদের দেশে সব সময়ই একটি আকর্ষণীয় পেশা। কারণ যেখানে বেসরকারি চাকরিতে ছাঁটাইয়ের খাঁড়া যখন তখন নেমে আসতে পারে, সেখানে সরকারি চাকরি নিশ্চিন্ততার আশ্বাস দেয়। জ্যোতিষ গণনা করে আমরা নিজেদের ভবিষ্যত্ সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। কোন রাশির জাতক কোন পেশায় সাফল্য লাভ করবেন, তাও জানিয়ে দেয় জ্যোতিষশাস্ত্র। জেনে নিন জ্যোতিষ অনুসারে কোন কোন রাশির জাতকদের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
মকর রাশি
মকর রাশির গ্রহ অধিপতি হল শনি। মকর রাশির জাতকরা যেমন উচ্চাকাঙ্খী, তেমনই কঠোর পরিশ্রমী। এই কারণে সরকারি চাকরি পাওয়ার জন্য সব রকম ভাবে ঝাঁপিয়ে পড়েন এঁরা। এদের মধ্যে সংগঠন চালানোর দক্ষতা থাকে। পরিকল্পনা করে কী ভাবে পেশাগত ক্ষেত্রে এগোতে হয়, তা এরা খুব ভালো করে জানেন। সেই কারণে সরকারি চাকরির জন্য এঁরা উপযুক্ত।
বৃষ রাশি
বৃষ রাশির গ্রহ অধিপতি হল শুক্র। বৃষ রাশির জাতকরা অত্যন্ত একরোখা। এঁরা একবার যেটা করবেন বলে ঠিক করেন, তা করেই ছাড়েন। সরকারি চাকরি পাওয়ার জন্য শেষ সুযোগ পর্যন্ত চেষ্টা চালান বৃষ রাশির জাতকরা। এঁরা নিজেদের গন্তব্যে না পৌঁছনো পর্যন্ত থামতে জানেন না। যে কোনও পরিস্থিতি খুঁটিয়ে বিচার করে তা উন্নত করার ক্ষমতা রাখেন বৃষের জাতকরা।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির গ্রহ অধিপতি হল মঙ্গল। গবেষণামূলক কাজে এরা সাফল্য লাভ করেন। কোনও কিছু তদন্ত করা বা যে কোনও সমস্যার সমাধান করার সহজাত ক্ষমতা থাকে বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে। সেই কারণে সরকারি চাকরিতে এঁদের উন্নতি করার সম্ভাবনা অনেকটাই বেশি। বিশেষ করে পুলিশ দফতর, গোয়েন্দা দফতর বা সুরক্ষা ক্ষেত্রে এরা যোগ দিলে সাফল্য লাভ করতে পারেন।
কর্কট রাশি
কর্কট রাশির গ্রহ অধিপতি হল চন্দ্র। এরা দয়ালু, সেনসিটিভ ও আবেগপ্রবণ হন। এই সব চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই কর্কট রাশির জাতকরা সরকারি চাকরির জন্য উপযুক্ত। সরকারের নানা সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত হলে এদের নিজেদের যেমন ভালো লাগবে, তেমনই সফল হওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যাবে। সরকারি স্বাস্থ্য বা শিক্ষাক্ষেত্রে কাজ করলে ভালো ফল পাবেন কর্কট রাশির জাতকরা। দয়ালু স্বভাবের জন্য সামাজিক উন্নতিকল্পে কাজ করতে সব সময়ই আগ্রহী থাকেন এরা।
কন্যা রাশি
কন্যা রাশির গ্রহ অধিপতি হল বুধ। এঁরা সব কিছু খুঁটিয়ে বিচার করেন। কোনও ছোটখাটো ভুলচুক এদের চোখ এড়ায় না। যে কোনও কাজ নিখুঁত ভাবে করতে ভালোবাসেন কন্যা রাশির জাতকরা। এই কারণে সরকারি চাকরির জন্য একেবারেই উপযুক্ত কন্যা রাশির জাতকরা। সরকারি নীতি প্রনয়ণ, আইন-বিচার, প্রশাসনিক কাজ - এই সব ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করতে পারবেন কন্যা রাশির জাতকরা।
Post a Comment