ভাঙা চাকায় ভর করে দৌড়াল এক্সপ্রেস, চেন টেনে ট্রেন থামিয়ে দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা

ODD বাংলা ডেস্ক: ভাঙা চাকাতেই দ্রুত গতিতে দৌড়োচ্ছিল দূরপাল্লার ট্রেন। বিকট শব্দ শুনে শেষে চেন টেনে ট্রেন থামালেন যাত্রীরা। এর জেরেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বইগামী পবন এক্সপ্রেস। রবিবার রাতে বিহারে মুজফ্‌‌ফরপুর-হাজিপুর শাখায় এই ঘটনা ঘটেছে।ঠিক এক মাস আগে, ২ জুন ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে বেলাইন হয়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। সেই ভয়াবহ দুর্ঘটনার এক মাসের মাথায় আবার ট্রেনে বিপত্তি দেখা গেল। ফলে রেলে যাত্রী সুরক্ষা নিয়ে আবার প্রশ্ন উঠল।মুজফ্‌ফরপুর স্টেশন থেকে পবন এক্সপ্রেস ছাড়ার পরই ট্রেনের এস-১১ কামরায় বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। তবে কী কারণে শব্দ শোনা গেল, তা খতিয়ে দেখতে কোনও উদ্যোগ নেননি রেলকর্মীরা, এমনই অভিযোগ করেছেন যাত্রীদের একাংশ। প্রায় ১০ কিমি পর্যন্ত ট্রেনটি দ্রুত গতিতে ছোটে। পরে ভগবানপুর স্টেশনে ট্রেনটি পৌঁছতেই চেন টেনে থামান যাত্রীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.