উত্তরাখণ্ডে নমামি গঙ্গে প্রকল্পে বিস্ফোরণ! মৃত ১৫

ODD বাংলা ডেস্ক: ভারী বৃষ্টির জেরে বেহাল উত্তরাখণ্ড। তারই মধ্যে চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে বিস্ফোরণের ঘটনা ঘটল। ‘নমামি গঙ্গে’ প্রকল্পে ট্রান্সফর্মার ফেটে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে। মৃতদের মধ্যে একজন পুলিশকর্মী ও হোমগার্ড রয়েছেন। জখম হয়েছেন বেশ কয়েকজন। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নমামি গঙ্গে’ প্রকল্পে ট্রান্সফর্মারটির তৈরির কাজ চলছিল। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে বেশির ভাগ ট্রান্সফর্মার নির্মাণের শ্রমিক বলে জানিয়েছেন তিনি। বিস্ফোরণে মৃত পুলিশকর্মী বদ্রীনাথ হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলে জানান। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের ডিজিপি। ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। বিস্ফোরণে পুলিশ কর্মী সহ ১৫ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন। ঘটনাটি দুঃখজনক বলে এক টুইট বার্তায় জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.