বাড়িতে লাগান ফিনিক্স পাখির ছবি, সম্ভব সাফল্য লাভ, কাটবে বিপত্তি!



 ODD বাংলা ডেস্ক: বাস্তু শাস্ত্রে এমন কিছু নিয়ম ও উপায়ের কথা সম্পর্কে জানানো হয়েছে, যা পরিবারে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে দেয়। বাস্তু শাস্ত্রের পরামর্শ মেনে আমরা বাড়িতে আসবাবপত্র, গাছপালা, ছবি ইত্যাদি নানান কিছু রাখি। আবার বিভিন্ন কক্ষ, রান্নাঘর, শৌচালয়ও তৈরি করে বাস্তুর নিয়ম মেনে। বাস্তুর নিয়ম মেনে চললে পরিবার থেকে অশুভ শক্তি দূর হয়। আমরা গৃহসজ্জায় নানান পাখি, প্রাণীর ছবি বা মূর্তি ব্যবহার করে থাকি। টিয়াপাখি, হাঁস, হাতি, উঁট, ঘোড়া ইত্যাদি বাস্তুর নিয়ম মেনে বাড়িতে রাখি। এমনই একটি পাখি হল ফিনিক্স। বাস্তু শাস্ত্রে পরিবারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধিতে ফিনিক্স পাখির ছবি, মূর্তি ইত্যাদি রাখার পরামর্শ দেওয়া হয়। বাস্তু শাস্ত্রে ফিনিক্স পাখিকে শুভ মনে করা হয়। এই পাখির ছবি বা মূর্তি রাখার উপকারিতা সম্পর্কে জেনে নিন এখানে।


ফিনিক্স পাখি রাখলে কী কী উপকার পাওয়া যায়?


১. বাড়িতে ফিনিক্স পাখির ছবি বা মূর্তি রাখলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। পরিবারের পরিবেশ আনন্দে ভরে থাকে এবং সাফল্যের নতুন পথ প্রশস্ত হয়।


২. ফিনিক্স পাখি সাফল্য ও শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। এই পাখি সমৃদ্ধি ও উন্নতির প্রতিনিধিত্ব করে। তাই বাড়িতে এই পাখির ছবি রাখলে জীবনে সমৃদ্ধি পাওয়া যায়।


৩. বহুদিনের চেষ্টা সত্ত্বেও সাফল্য অধরা থেকে গেলে বাড়িতে ফিনিক্স পাখির ছবি লাগান। এর ফলে সাফল্যের যোগ শুরু হবে।



৪. বাড়ির দক্ষিণ দিকে ফিনিক্স পাখির ছবি বা মূর্তি রাখতে পারেন। এ ছাড়াও বাস্তু শাস্ত্রে পাখির ছবি লাগানোর জন্য পূর্ব দিককেও শুভ মনে করা হয়।


উল্লেখ্য বাস্তবে ফিনিক্স নামে কোনও পাখি নেই। এটি একটি কল্পনামাত্র। যাকে সাফল্য, ইতিবাচকতা, সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। ফিনিক্স অমরপক্ষী বা মায়াপক্ষী নামেও পরিচিত। আবার বাস্তু শাস্ত্রে কিছু নির্দিষ্ট পাখির ছবি রাখা হয়। তবে বাড়িতে কখনও হিংস্র পশু-পাখির ছবি রাখবেন না। কারণ এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে।


ফিনিক্স ছাড়াও লাভ বার্ড ও টিয়া পাখির র ছবি রাখতে পারেন। এই পাখিগুলি ইতিবাচক শক্তির সঞ্চার বৃদ্ধি করে। জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। উল্লেখ্য লাভ বার্ডকে শুক্রের সঙ্গে সংযুক্ত করে বিচার করা হয়। তাই এই পাখির ছবি শুক্রবার নিজের বাড়িতে লাগাতে পারেন। আবার বাড়ির পূর্ব দিকে টিয়া পাখির ছবি লাগাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.