অফিসে প্রোমোশন আটকে! মাইনে বাড়ছে না?? ভাগ্য ফেরাতে ডেস্কে রাখুন এই জিনিসগুলো



 ODD বাংলা ডেস্ক: বাড়ির পরেই যে জায়গায় আমরা সবথেকে বেশি সময় কাটাই, তা হল অফিস। তাই যেমন বাড়ির বাস্তুবিধি সঠিক না হলে সংসারে দারিদ্র্য ও অশান্তি দেখা দেয়, তেমনই অফিসের ভুল বাস্তু আমাদের কেরিয়ারের পথে বাধার সৃষ্টি করতে পারে। অফিসে পজিটিভ এনার্জির জন্য কয়েকটি বাস্তুবিধি অবশ্যই মেনে চলা জরুরি। এর ফলে আপনি কাজে উন্নতি করতে পারবেন।


অনেক সময় দেখা যায় পরিশ্রম করেও অফিসে সাফল্য পাওয়া যায় না। এর কারণ হতে পারে নেগেটিভ এনার্জি। অফিসের ভুল বাস্তুর কারণে আমাদের প্রোমোশন আটকে যেতে পারে, মাইনে না বাড়ার কারণও হতে পারে অফিসের ভুল বাস্তু। পরিশ্রম করেও অফিসে উন্নতি করতে না পারলে আমরা স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়ি। এই পরিস্থিতিতে আগে আপনাকে অফিসের বাস্তু ঠিক করতে হবে, যাতে অফিসে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। তবে আপনার পরিশ্রম মূল্য পাবে।


বাস্তুশাস্ত্র বলছে অফিস ডেস্কে কয়েকটি জিনিস রাখলে তা আপনার চারপাশে পজিটিভ এনার্জির বাতাবরণ তৈরি করবে। জেনে নিন অফিস ডেস্কে কোন কোন জিনিস অবশ্যই রাখা জরুরি।


অফিস ডেস্কের বাস্তু টিপস


* বাস্তুশাস্ত্রে যেমন বাড়ির জন্য কয়েকটি শুভ গাছ রাখার কথা বলা আছে, তেমনই এমন কয়েকটি শুভ গাছ অফিস ডেস্কেও রাখা জরুরি। অফিস ডেস্কে আপনি বাম্বু প্ল্যান্ট রাখতে পারেন। এই গাছ নিজের চারপাশ পজিটিভ এনার্জি ও সৌভাগ্যকে আকর্ষণ করে। এছাড়া অফিস ডেস্কে মানি প্ল্যান্ট রাখলেও ভালো ফল পাওয়া যায়। ডেস্কের উত্তর বা পূর্ব দিকে এই গাছ রাখুন।


* তবে অফিস ডেস্কে ভুলেও ক্যাকটাস বা কাঁটাগাছ জাতীয় কিছু রাখবেন না। কোনও বনসাই গাছও অফিসের ডেস্কে রাখা মোটেও উচিত নয়।


* অফিস ডেস্কের উত্তর-পূর্ব কোণে একটি ক্রিস্টাল পেপার ওয়েট রাখতে পারেন। অফিস ডেস্কে ক্রিস্টাল রাখলে আপনার আটকে যাওয়া কাজ সম্পন্ন হবে।


* বাস্তু অনুসারে ছোট্ট একটি বাটিতে ভর্তি করে সোনালী কয়েন অফিস ডেস্কে রাখতে পারলে তা দারুণ শুভ ফল দেয়। এর থেকে নির্গত পজিটিভ এনার্জি আপনার কেরিয়ারের উন্নতিতে জোর লাগায়।


* অফিসের কাজের জন্য যে সব জিনিস জরুরি, যেমন পেন, ডায়রি, মোবাইল, নোটপ্যাড এগুলি আপনার ডান দিকে রাখুন। অন্য দিকে চা, কফি, জলের বোতল এগুলি আপনার বাঁ দিকে রাখুন।


* একটা কথা মনে রাখবেন, আপনি যেখানে বসে কাজ করবেন, সেখানে যথেষ্ট আলো থাকা দরকার। কারণ অন্ধকার স্থানে নেগেটিভ এনার্জি দ্রুত বৃদ্ধি পায়। এই নেগেটিভ এনার্জি আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.