বাড়িতে এই ৫ জিনিস অবশ্যই রাখুন, কুবেরের সম্পদে ভরে উঠবে আপনার ঘর

 


ODD বাংলা ডেস্ক:  হিন্দু ধর্ম অনুসারে কুবের হলেন সম্পদের দেবতা। তাঁর আশীর্বাদ লাভ করলে সংসার সম্পদ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বাস্তুশাস্ত্র অনুসারে কুবেরকে তুষ্ট করে তাঁর আশীর্বাদ লাভ করার একাধিক উপায় বর্ণিত আছে। বাস্তু বলছে যে ঘরে কয়েকটি জিনিস রাখলে প্রীত হন কুবের দেব। তাঁর কৃপায় অর্থ-সৌভাগ্য লাভ হতে পারে আপনার। জেনে নিন কুবেরকে তুষ্ট করতে ঘরে কোন কোন জিনিস অবশ্যই রাখবেন।


গণেশ মূর্তি


হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অন্যতম প্রধান দেবতা। তাঁর মূর্তি ঘরে রাখা শুভ বলে মনে করা হয়। গণপতিকে বিঘ্নকর্তা বলা হয়ে থাকে। অর্থাত্‍ তিনি ভক্তকে সব বাধা বিঘ্ন থেকে রক্ষা করেন। ঘরে গণেশ মূর্তি বা ছবি রাখলে আপনার জীবনের পথের সব বাধা দূর করবেন তিনি।


নারকেল


হিন্দুধর্মে মা লক্ষ্মী হলেন সুখ, শান্তি ও সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। যে সংসারে লক্ষ্মী বাস করেন, সেই সংসারে কোনও অভাব, অনটন, অশান্তি প্রবেশ করতে পারে না। বাস্তু অনুসারে মনে করা হয় যে, ঘরে যেখানে নারকেল থাকে সেখান বিরাজ করেন স্বয়ং মা লক্ষ্মী। তাই ঘরে একটি নারকেল অবশ্যই রাখবেন। এর ফলে আপনার সব আর্থিক বাধা দূর হবে।


শঙ্খ


আপনার ঘরে পুজোর স্থানে শঙ্খ রাখা অত্যন্ত শুভ। বাড়িতে শঙ্খ রাখা বিশেষ ভাবে পবিত্র বলে মনে করা হয়। পুজোর স্থানে শঙ্খ রাখলে তা বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর করে। এর ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি থাকে।


লক্ষ্মীর ছবি


আপনি কি আর্থিক কষ্টে ভুগছেন? তাহলে বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখুন। একসঙ্গে লক্ষ্মী ও কুবেরের ছবি রাখতে পারলে তা আরও ভালো ফল দেবে। এর ফলে সব রকম আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন আপনি।


বাঁশি


হিন্দুধর্মে বাঁশি হল অত্যন্ত শুভ। স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে। বাড়িতে একটি বাঁশি রাখা অত্যন্ত শুভ। ঘরে পুজোর স্থানে একটি বাঁশি অবশ্যই রাখুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.