এই ৪ ফুল বাড়িতে রাখা দারুণ শুভ, খুশি হন মা লক্ষ্মী! উপচে পড়ে সুখ-সম্পদ
ODD বাংলা ডেস্ক: সনাতন ধর্ম অনুসারে ফুল শুভ শক্তির প্রতীক। ফুলের সৌন্দর্য ও সুগন্ধ ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করে। হিন্দু ধর্মেও ফুলের বিশেষ ভূমিকা রয়েছে। ফুল ছাড়া কোনও দেব-দেবীর পুজো সম্পূর্ণ হয় না। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে কোনও কোনও ফুল বাড়িতে রাখা অত্যন্ত শুভ। এই ফুলগুলি বাড়িতে থাকলে অশুভ শক্তি সরে যায়। এই ফুলগুলির ঘরে থাকলে খুশি হন মা লক্ষ্মী এবং তাঁর আশীর্বাদে ঘরে সুখ ও শান্তি অক্ষয় হয়। জেনে নিন কোন কোন ফুল বাড়িতে রাখা অত্যন্ত শুভ।
জ্যোতিষ অনুসারে মানুষের প্রত্যেক মনোবাসনার একটি রং আছে এবং এগুলির রয়েছে তরঙ্গ ও সুগন্ধ। এই সবগুলিই আমরা কোনও ফুলের মধ্যে পাই। সেই কারণে মনের ইচ্ছে পূরণ করার ক্ষেত্রে ফুলের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। বাস্তু বলছে আর কিছু না হলে অন্তত চারটি ফুল ঘরে রাখুন। এই ফুলগুলির সুগন্ধে ও সৌন্দর্যে আকৃষ্ট হন স্বয়ং মা লক্ষ্মী। দেবীর আশীর্বাদে সেই সংসারে কখনও অর্থাভাব হয় না। তাই যে ঘরে এই চার ফুল থাকে, সে ঘরে মা লক্ষ্মী নিজে অবস্থান করেন বলে মনে করা হয়। জেনে নিন এই ফুলগুলি সম্পর্কে।
হলুদ গাঁদা ফুল
ঘরে রাখার জন্য সেরা ফুল হল হলুদ গাঁদা ফুল। এই ফুল নারায়ণের অত্যন্ত প্রিয়। তাই প্রতি শুক্রবার টাটকা গাঁদা ফুল দিয়ে ঠাকুরের পুজো করুন। বিশেষ করে নারায়ণকে শুক্রবার গাঁদা ফুল দিয়ে পুজো করলে বিষ্ণুর পাশাপাশি তুষ্ট হবেন মা লক্ষ্মীও।
লাল গোলাপ ফুল
লাল গোলাপ ঘরে রাখা অত্যন্ত শুভ। স্বামী-স্ত্রীর শোওয়ার ঘরে এক গোছা টাটকা লাল গোলাপ রাখলে তাঁদের মধ্যে সম্পর্কে প্রেম বৃদ্ধি পাবে। এছাড়া বলা হয়ে থাকে যে গোলাপ ফুলের সুগন্ধ মা লক্ষ্মীকে আকর্ষণ করে। তাই লক্ষ্মীকে খুশি করতে তাঁকে গোলাপ নিবেদন করে পুজো করুন।
পানপাতায় গোলাপের পাপড়ি
ক্রমশই ঋণের জালে জড়িয়ে পড়ছেন? পরিশ্রম করলেও যথেষ্ট উপার্জন করতে পারছেন না? আর্থিক সংকট থেকেল মুক্তি পেতে পানপাতায় গোলাপের পাপড়ি রেখে মা লক্ষ্মীকে নিবেদন করুন।
পলাশ ফুল
বাড়িতে পলাশ ফুল রাখাও বেশ শুভ বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্রে। তবে বাড়িতে পলাশ ফুল রাখার কিছু নিয়ম রয়েছে। একটি নারকেলের সঙ্গে পলাশ ফুল বেঁধে নিন। তারপর এটি আলমারির লকার, ভল্ট বা অন্য সে স্থানে টাকা রাখেন, সেই স্থানে রখ দিন। পলাশ ফুলের শুভ প্রভাবে এই সহজ টোটকায় আপনার যাবতীয় অর্থকষ্ট দূর হয়ে যাবে।
লাল জবা ফুল
মা কালীর অত্যন্ত প্রিয় হল লাল জবা ফুল। সেই কারণে বাড়িতে জবা ফুল থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়ির মূল দরজার বাইরে জবা ফুলের গাছ বাগান। এমন জায়গায় জবা ফুল রাখা ভালো, যাতে সকালে দিকে সেখান পর্যাপ্ত সূর্যের কিরণ পড়ে। প্রতিদিন জবা গাছে জল দেবেন।
যদি আপনার অফিসে কোনও সমস্যা থাকে, তাহলে প্রতি শনিবার মা কালীকে একটি লাল জবা ফুল নিবেদন করুন। দেখবেন আপনার সৌভাগ্যে যেন চমক লাগবে।
Post a Comment