আদা ৩০০, টমেটো ১৫০, কাঁচালঙ্কা ১০০! বাজারে আগুন

ODD বাংলা ডেস্ক: সাধারণ ক্রেতার নাভিশ্বাস উঠলেও দেশ জুড়ে আনাজপাতির দাম কমার কোনও লক্ষণ নেই৷ রবিবার ভোপালের খুচরো বাজারে টমেটোর বিক্রয়মূল্য প্রতি কেজিতে পৌঁছয় ১৫০ টাকায়৷ পাল্লা দিয়ে বাড়ছে বাকি সবজির দামও৷আদার দাম ঘোরাফেরা করছে কেজিপ্রতি ৩০০ টাকাতেই৷ কাঁচালঙ্কার দাম সাম্প্রতিক রকেটের ঊর্ধ্বগতি থেকে নেমে এসে কিছুটা কমে বিকোচ্ছে ১০০ টাকায়৷রসুন বিকোচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়৷ পেঁয়াজের দাম প্রতি কেজিতে রয়েছে ৩০ টাকা থেকে ৪০ টাকার কাছাকাছি৷কলকাতার বিভিন্ন বাজারে ঢেঁড়শের দাম কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা৷ পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়৷ ১ কেজি ঝিঙে কিনতে পকেট থেকে যাচ্ছে ৮০ টাকা৷অগ্নিমূল্য বাজারে বিনসের দাম প্রতি কেজিতে ৮০ টাকা৷ উচ্ছে মিলছে ৬০ টাকায়৷আর যে সবজি ছাড়া বাঙালির হেঁশেল অচল, সেই আলু চন্দ্রমুখী হলে কেজি প্রতি দাম পড়ছে ৩০ টাকা৷ গরমের পরিচিত সবজি লাউয়ের দামও কেজিতে ৩০ টাকা৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.