গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী

ODD বাংলা ডেস্ক: গুরুতর অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সূত্রের খবর চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেলুলাইটিসের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে। প্রথমে জেনারেল ওয়ার্ডে থাকলেও, পরবর্তীতে অবস্থা খানিক অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে বলেও জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে ভক্তদের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেমন আছেন অভিনেত্রী জানে মুখিয়ে সকলেই।সূত্রের খবর, আগের থেকে পরিস্থিতি খানিক উন্নত হলেও পুরোপুরি সুস্থ নন অভিনেত্রী। বর্তমানে সিসিইউতে রয়েছে তিনি। অভিনেত্রী পায়ে ব়্যাশ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সংক্রমণের জন্য তাঁকে ভর্তি নেওয়া হয়। তবে নানা পরীক্ষা-নিরীক্ষা করে যদি সংক্রমণ কিছুটা কম হয়, তবে দ্রুত জেনারেল বেডেও দিয়ে দেওয়া হবে অভিনেত্রীকে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.