এবার হলুদ ট্যাক্সির জন্য অ্যাপ আনছে পরিবহণ দফতর

ODD বাংলা ডেস্ক: এবার অ্যাপের আওতায় আসতে চলেছে কলকাতা শহরের ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি। পরিবহণ দফতরের উদ্যোগী আগামী মাসেই ‘যাত্রী সাথী’ নামে একটি অ্যাপ বাণিজিক ভাবে চালু হবে। যে অ্যাপের মাধ্যমে অন্যান্য অ্যাপ ক্যাবের মতো বুক করা যাবে হলুদ ট্যাক্সি। পরিবহণ দফতর সূত্র খবর, প্রাথমিক ভাবে শহরের কয়েকটি এলাকায় এই অ্যাপটি চালু করা হয়েছে পরীক্ষামূলক ভাবে। আগস্ট মাস থেকে অ্যাপটিকে বাণিজিক ভাবে চালু করা হবে। পরিবহণ দফতরের দাবি, অন্যান্য অ্যাপ ক্যাবের তুললায় এই হলুদ ট্যাক্সির ভাড়া অনেকটাই কম হবে। বর্তমানে হলুদ ট্যাক্সি বিরুদ্ধে অভিযোগ মিটার যা ওঠে তার চেয়ে বেশি ভাড়া চান চালকরা। আবার অন্যদিকে অ্যাপক্যাবের বিরুদ্ধে অভিযোগ, সারচার্জের নাম করে যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া হয়। এই পরিস্থিতিতে অ্যাপ ‘যাত্রী সাথী’ চালু হলে যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন। নিজের স্মার্ট ফোনে ডাউনলোড করে যাত্রীরা সহজের অন্যান্য অ্যাপক্যাবের মতো হলুদ ট্যাক্সিও বুক করতে পারবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.