উত্তরবঙ্গে চলবে প্রবল বর্ষণ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কবে মুক্তি গুমোট গরম থেকে

ODD বাংলা ডেস্ক: গত সপ্তাহ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। চলতি সপ্তাহেও সেই ধারা বজায় থাকবে ।‌ উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। ‌জেলায় আবহাওয়া অনেকখানি পরিবর্তন হয়েছে । বিগত বেশ কিছুদিন ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা পারদ কমেছে পুরুলিয়ায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি না হলেও মাঝে , মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে।মঙ্গলবার পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিসসূত্রে। আগামী দিনে পুরুলিয়া তাপমাত্রার পারদ কমতে পারে এমনটাই মনে করা হচ্ছে।‌ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিশেষত দার্জিলিং , কালিম্পং , মালদহ , উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রবল বৃষ্টিপাত হতে পারে। তবে শহর কলকাতা-সহ শহরতলির আশেপাশের বিভিন্ন এলাকার আকাশ মেঘলা থাকবে ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.