আজই গভীর নিম্নচাপের রূপ নিতে পারে নিম্নচাপ, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

ODD বাংলা ডেস্ক: উত্তর বঙ্গোসাগরের মাঝ বরাবর সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপ ক্রমশ সরে যাবে উত্তর-পশ্চিম দিকে। সেই অভিমুখে অগ্রসর হয়ে সোমবারই তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, পাতিয়ালা, গোরক্ষপুর, গয়া ,বাঁকুড়া, দিঘা ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার পর্যন্ত। ওড়িশা ও উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। কখনও আবার পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.