আচমকা হাওয়া বদল ! আকাশ কালো করে তুমুল বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা কলকাতায়
ODD বাংলা ডেস্ক: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতায়। আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। কলকাতায় কিছুক্ষণেই আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ সকাল থেকে আকাশের মুখ ভার। হাওয়া অফিসের পূর্বাভাস, আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দিনভর।আগামিকাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী পাঁচ-সাত দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি কম। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৮.৫ মিলিমিটার।
Post a Comment