বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত, বাংলার কপালে ঘোর দুর্যোগ!


ODD বাংলা ডেস্ক: অবশেষে বর্ষার বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ? মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী,পয়লা জুন থেকে শুরু করে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ৪২ শতাংশ। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পর থেকে বৃষ্টির আকাল চললেও বর্ষণে বানভাসি অবস্থা উত্তরের। অন্যদিকে, ফের সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূতের পূর্বাভাস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ১৬ জুলাই অর্থাৎ আজ এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হতে চলেছে বলে ইঙ্গিত। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস মিলতেই দক্ষিণবাসীর মনে প্রশ্ন তবে কী এবার মিলবে শান্তি? আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের জেরে রবিবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলের জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে। জমিয়ে বৃষ্টি হবে যেসব জায়গায় সেখানে কাটবে অস্বস্তি। দক্ষিণবঙ্গে তাপমাত্রা গতদিনের থেকে সামান্য কমেছে। তবে আর্দ্রতার জন্য অস্বস্তি বজায় থাকতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.