উৎসবের আনন্দ মাটি করতে পারে ঝড়-বৃষ্টি! দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া


ODD বাংলা ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। চলতি বছর ঘোটক অর্থাৎ ঘোড়ায় আগমন হচ্ছে মা দুর্গার,যা খুব একটা শুভ বার্তা নিয়ে আসে না। পঞ্জিকা অনুযায়ী, ঘোটকে আগমন হলে তা আদতে 'ছত্রভঙ্গ'-এর ইঙ্গিত। তবে কি পুজোয় দুর্যোগের সম্ভাবনা? ঘোরাঘুরির যাবতীয় প্ল্যান ভেস্তে দিতে পারে বৃষ্টি?আবহাওয়াবিদদের একাংশে কথায়, এত আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের জেরে প্রতি মুহূর্তে আবহাওয়ার মতি-গতি পালটে যাচ্ছে। অসময়েও বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। বিষয়টি নিয়ে একই সুর শোনা গেল আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাসের কণ্ঠেও। তিনি বলেন, “এত আগে থেকে কোনওভাবেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.