১.৫৮ বিলিয়ন ডলারের লটারি জ্যাকপট জিতলেন মার্কিন নাগরিক
ODD বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ব্যক্তি ১.৫৮ বিলিয়ন ডলারের লটারি জ্যাকপট জিতেছেন। দেশটির ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ।
জ্যাকপট জেতা টিকেটটি উত্তর ফ্লোরিডার নেপচুন বিচের একটি সুপারমার্কেট থেকে বিক্রি হয়েছিল।
তবে জ্যাকপটজয়ীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় আইন অনুসারে লটারিতে আড়াই লাখ ডলারের বেশি কেউ জিতলে তার নাম ৯০ দিন পর্যন্ত অপ্রকাশিত রাখা যায়।
যুক্তরাষ্ট্রে লটারিতে জ্যাকপট জেতার সম্ভাবনা প্রতি ৩০০ মিলিয়নে একটি।
ফেডারেল ট্যাক্সসহ অন্যান্য কর কাটার পর লটারি বিজয়ী প্রায় ৭৮৩ মিলিয়ন ডলার হাতে পাবেন।
এর আগে গত বছরের নভেম্বরে লস অ্যাঞ্জেলের এক ব্যক্তি রেকর্ড ২.০৪ বিলিয়ন ডলারের জ্যাকপট জিতেচিলেন।
এছাড়া ২০১৬ সালের জানুয়ারিতেও ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেনেসির তিন ব্যক্তি ১.৫৮ বিলিয়ন ডলারের জ্যাকপট জিতেছিলেন।
এই লটারিগুলোর টিকেট বিক্রি হয় মাত্র ২ ডলারে।
Post a Comment