ডেঙ্গিতে দৃষ্টি হারালেন কলকাতার মহিলা!

ODD বাংলা ডেস্ক:বিরলের মধ্যে বিরলতম ঘটনার সাক্ষী কলকাতা। ডেঙ্গি আক্রান্ত এক মহিলার ডান চোখের দৃষ্টি চলে গেছে। ডাক্তারবাবুরা বলেছেন, ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর থেকেই মহিলার চোখের দৃষ্টি ঝাপসা হতে শুরু করেছিল। মারাত্মক যন্ত্রণা শুরু হয়েছিল ডান চোখে। তারপর দৃষ্টিই হারিয়ে ফেলেন তিনি। ডেঙ্গিতে হার্ট-লিভার-কিডনি আক্রান্ত হওয়ার খবর শোনা গেছে, কিন্তু দৃষ্টি চলে যাওয়ার ঘটনা খুবই কম। এর আগে ১২ থেকে ১৩ জন এমন রোগীকে পাওয়া গিয়েছিল যাদের ডেঙ্গির কারণে চোখেও সংক্রমণ ধরা পড়েছিল।কসবার বাসিন্দা বছর উনচল্লিশের পম্পা শর্মার চোখ নষ্ট হয়ে গেছে ডেঙ্গি সংক্রমণে। গত ১২ অগস্ট জ্বর নিয়ে, পম্পা কেপিসি মেডিক্যাল কলেজে ভর্তি হন। তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। মহিলার দাবি, মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি ডান চোখের দৃষ্টি হারিয়েছেন। প্রথম ছ’দিন তেমন কোনও সমস্যা হয়নি। ডান চোখে ব্যথা ছিল। পম্পা দাবি করেছেন, সপ্তম দিনের পর থেকে ডান চোখের ব্যথা আরও বাড়ে। দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। রাতের দিকে একেবারেই অকেজো হয়ে যায় চোখ। ডান চোখে তিনি আর দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন ওই মহিলা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.