এই দিন ও সময়ে ভুলেও করবেন না ঋণের লেনদেন, বাড়বে লোকসান, ক্ষতি!
ODD বাংলা ডেস্ক: জীবনে কোনও না-কোনও সময়ে ব্যক্তি একাধিক সমস্যায় ঘিরে যায়। দেখা দিতে পারে অর্থাভাব। সে সময় সাধারণ প্রয়োজনীয়তাপূরণের জন্য আমাদের অনেক সময় ধার নিতে হয়। আবার অনেক সময় কোনও আত্মীয়, বন্ধু বা ঘনিষ্ঠ কোনও ব্যক্তি আমাদের কাছে টাক ধার চেয়ে থাকেন। এমন পরিস্থিতিতে আমরা দিনক্ষণ বিচার না-করেই তাঁদের টাকা পয়সার ধার দিয়ে দিই। তবে জ্যোতিষ অনুযায়ী ঋণ লেনদেনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত। তা না-হলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। জ্যোতিষ অনুযায়ী কোন দিন ধার নেওয়া বা দেওয়া উচিত এবং কোন দিন এমন কাজ করবেন না, ত জেনে নিন এখানে।
১. শাস্ত্র মতে কখনও বুধবার অর্থ ঋণ দিতে নেই। মনে করা হয় এ দিন টাকা ধার দিলে তা ফেরত পাওয়া যায় না। বুধবার গণেশ আরাধনার দিন। তিনি শুভ লাভের দেবতা। তাই বুধবার ঋণ দেওয়া থেকে বিরত থাকুন, তা না-হলে গণপতি রেগে যেতে পারেন। আবার জ্যোতিষ শাস্ত্রে বুধবারকে নপুংসক বার মনে করা হয়, তাই এই দিনে ঋণের লেনদেন এড়িয়ে যাওয়াই ভালো, তা না-হলে টাকা ফিরে পাবেন না।
২. অমাবস্যা তিথিতেও টাকা ধার দিতে নেই। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে নেতিবাচক শক্তি সক্রিয় থাকে। যারা ব্যক্তির ধন-সম্পদের ওপর কুদৃষ্টি দেয়। তাই এই তিথিতে ভুলেও অর্থ ঋণ দেবেন না।
৩. ভদ্রাকালে কোনও শুভ কাজ করা উচিত নয়। শাস্ত্রে ভদ্রাকে অশুভ মনে করা হয়। এ সময়ে বিবাদ ও মতভেদ উৎপন্ন হয়। এ সময়ে আর্থিক লেনদেন করলে সেই টাকা ফিরে পাওয়া মুশকিল হয়ে যায়। যার ফলে ঋণগ্রহণকারী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে।
৪. রবিবারে কাউকে টাকা ধার দেবেন না। আবার কোনও রবিবারে যদি বৃদ্ধি যোগের প্রভাব থাকে, তা হলে ভুলেও কাউকে ঋণ দেবেন না। কারণ এ সময়ে ঋণ দিলে তা তাড়াতাড়ি ফিরে পাওয়া যায় না। পাশাপাশি ঋণ গ্রহীতার ওপর ঋণের বোঝা বাড়তে থাকে। রবিবার সপ্তাহের শুরু হয়। এই দিনটি ঋণহর্তা সূর্যকে সমর্পিত। এই দিনে আর্থিক লেনদেন করা অশুভ। তা সত্ত্বেও রবিবার ঋণের লেনদেন করলে তা শোধ করা কঠিন হয়ে পড়তে পারে।
৫. সূর্যাস্তের সময় বা গোধূলি বেলায় কাউকে ঋণ দেবেন না, আবার কারও কাছ থেকে ঋণ নেবেনও না। এর ফলে ব্যক্তির ওপর ঋণের চাপ বৃদ্ধি পায়। পাশাপাশি প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। তবে শুধু টাকা-পয়সাই নয়, বরং দুধ, দই, ঘি, তেল বা নুনও এ সময়ে কাউকে দেবেন না।
৬. শাস্ত্র মতে মঙ্গলবার ঋণ গ্রহণ করলে আর্থিক লোকসান হয়। পাশাপাশি ব্যক্তিকে অর্থাভাব মোকাবিলা করতে হয়। এই দিন যে অর্থ ধার নেবেন, তা দিন-প্রতিদিন বাড়তে থাকবে। অন্য় দিকে এই তিথিতে ঋণ শোধ করলে শুভ পরিণাম পেতে পারেন।
Post a Comment