পিঠের ত্বকের খেয়াল রাখুন
ODD বাংলা ডেস্ক: সুন্দর ও কোমল পিঠের জন্য নিয়মিত যত্ন প্রয়োজন। পরামর্শ দিয়েছেন রেড বিউটি স্যালনের স্বত্তাধিকারী আফরোজা পারভীন।
নিয়মিত পিঠের ত্বকে যত্ন না নিলে ব্রণ হতে দেখা যায়, পিঠে দাগ পড়ে, ত্বক খসখসে হয়ে যায়। যারা বড় গলার ব্লাউজ পড়তে পছন্দ করেন তাদের জন্য পিঠের ব্রণ, দাগ বিব্রতকর সমস্যায় ফেলে।
এটা দৃষ্টিকটুও। সামান্য যত্ন নিলেই পিঠের এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
পিঠ নাগালের বাইরে!
পিঠের যত্ন নেওয়া একটু কঠিনই বটে। কেননা পিঠের সব জায়গায় আমাদের হাত পৌঁছে না।
যে জন্য চাইলেও অনেকের পক্ষে নিয়মিত নেওয়া হয়ে উঠে না। ফলে পিঠের ত্বকের লোপকূপ বন্ধ হয়ে যায়। এতে করে পিঠে ব্রণ হয়, র্যাশ ও ফুসকুড়ি উঠে, কালো দাগ পড়ে কিংবা খসখসে হয়ে উঠে।
যেতে পারেন পার্লারে
মাসে একবার কোনো পার্লারে গিয়ে ম্যাসাজ করতে পারেন।
এতে পিঠের লোমকূপের কোষগুলো পরিষ্কার হয়ে যাবে। লোপকূপ পরিষ্কার হয়ে গেলে পিঠের ত্বকে ব্রণ, খসখসে ভাব কিংবা বিভিন্ন দাগ আর পড়বে না। পিঠের ত্বকের যত্নে নিজের হাতে করার তেমন কিছুই নেই। কারণ নিজের হাত পিঠ অবধি পৌঁছে না। এ কারণে অন্যদের সাহায্য নিতে হবে।
কাছের কারো সাহায্য নিন
নিয়মিত পার্লারে যাওয়া সম্ভব না হলে বাসায় কারো সাহায্য নিতে পারেন। ঘুমাতে যাওয়ার আগে সপ্তাহে একদিন পিঠে কারো সাহায্য নিয়ে অয়েল ম্যাসাজ নিন। কিংবা স্নানের আগে পিঠে অয়েল ম্যাসাজ করা যেতে পারে। প্রতি দশ দিন পরপর স্নানের সময় কারো সাহায্য নিয়ে পিঠের ত্বক নরম কাপড়ে সাবান লাগিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করতে হবে।
লম্বা হাতলের ব্রাশ
স্নানের সময় লম্বা হাতলের ব্রাশ ব্যবহার করতে পারেন। লম্বা হাতলের ব্রাশ ভালো স্ক্রাবের কাজ করে। এতে রোমকূপের মুখ পরিষ্কার থাকবে। ত্বক পরিষ্কার থাকলে এমনিতেই সুন্দর আর কোমল থাকবে। রোদে বের হওয়ার আগে পিঠের ত্বকের খোলা অংশে সানস্ক্রিন লাগিয়ে নিন। সম্ভব হলে ছাতা ব্যবহার করুন।
Post a Comment