কাঁচা কলার মচমচে চিপস, বানিয়ে ফেলুন সহজেই



 ODD বাংলা ডেস্ক: কাঁচা কলা দিয়ে  খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মচমচে চিপস। শিশু থেকে বড় সবাই পছন্দ করবে মুখরোচক এই চিপস।

তো এবার জেনে নিন যেভাবে বানাবেন কাঁচা কলার মচমচে চিপস-


উপকরণ


কাঁচা কলা- ৩টি

মরিচ গুঁড়া- আধা চা চামচ

ড্রাই ম্যাঙ্গো পাউডার- আধা চা চামচ

হলুদের গুঁড়া- আধা চা চামচ

লবণ- ১ চা চামচ

তেল- ভাজার জন্য


প্রণালি


কলার খোসা ছাড়িয়ে গোল গোল ও পাতলা করে কেটে নিন। বেশ কিছুক্ষণ হলুদ-লবণ জলে ভিজিয়ে রাখুন টুকরাগুলো। একটি শুকনো কাপড়ে রেখে পুরোপুরিভাবে শুকিয়ে নিন জল। একটি ছড়ানো পাত্রে কলার টুকরো রেখে হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, ড্রাই ম্যাঙ্গো পাউডার এবং ১ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিন। প্যানে তেল দিয়ে গরম করে মচমচে করে ভেজে তুলুন কলার চিপস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.