চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

 


ODD বাংলা ডেস্ক: চোখের নিচের কালো দাগ চোখের সৌন্দর্যকে কমিয়ে দেয়। পরিমিত পরিমাণে না ঘুমানো, বেশি রাত পর্যন্ত জেগে থাকা, জিনগত কারণ এবং মানসিক চাপসহ বিভিন্ন কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে।


ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে এ সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-


১. স্লাইস করে কাটা শসা বা আলু ১০-১৫ মিনিট বন্ধ চোখের ওপর রাখলে চোখের নিচে কালচে ভাব অনেকটাই দূর হতে পারে।


২. কাঁচা দুধের সঙ্গে সামান্য একটু হলুদ মিশিয়ে মিশ্রণটি চোখের নিচে লাগাতে পারেন।


৩. তুলা গোলাপ জলে মিশিয়ে চোখের নিচে ম্যাসাজ করতে পারেন। চোখের আশপাশে আলতো করে ম্যাসেজ করলে ওই স্থানের রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক থাকে। 


৪. চোখের নিচে কালো দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় এর মধ্যে একটি হলো- একটি নরম কাপড়ে ঠাণ্ডা জল নিয়ে, সে কাপড়টি জলপট্টির মতো চোখের ওপরে-নিচে ১০-১৫ মিনিটের মতো ম্যাসাজ করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.