বিমানের আসনে তিন ঘণ্টা আটকে ছিলেন এই যাত্রী, উত্তোলক যন্ত্রের সাহায্যে উদ্ধার!



 ODD বাংলা ডেস্ক: ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানের প্রথম শ্রেণীর আসনে প্লাস-সাইজের একজন যাত্রী তিন ঘণ্টা আটকে ছিলেন। শনিবার সকালে নাইজেরিয়া থেকে বিমানটি যুক্তরাজ্যে অবতরণের পর এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম দ্য সানের বরাত দিয়ে জানিয়েছে ইনসাইডার।


সংমাধ্যমটি আরও জানিয়েছে, নাইজেরিয়ার লাগোসে মুরতালা মুহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাতে সাড়ে ছয় ঘণ্টার ফ্লাইটে ছিলেন ওই যাত্রী। কিন্তু বিমানটি অবতরণের পর তিনি নিজের আসন থেকে উঠতে পারছিলেন না। তিনি 'ওয়ানএ' সিটে ছিলেন, যে আসনের চাহিদা কিনা অনেক বেশি। সাধারণত এক্সিকিউটিভ ক্লাব গোল্ড কার্ড যাদের আছে, তাদের জন্যই এই আসন সংরক্ষিত থাকে বলে জানিয়েছে দ্য সান। 


এরপর কেবিন ক্রুরা ওই যাত্রীকে বের করার এবং তাকে শান্ত রাখার চেষ্টা করেন। কিন্তু তারাও তাকে সিট থেকে সরাতে পারেননি।


এরপর তারা জরুরি সার্ভিসকে কল দেন, সাথে ইঞ্জিনিয়ারিং প্ল্যানও জানিয়ে নোট পাঠান। নোটে লেখা ছিল: একজন স্বাস্থ্যবান যাত্রী 'ওয়ানএ'র সিটে আটকে গেছেন। এই স্যুইটের দরজা খুলে ফেলে, তাকে সেখান দিয়ে বের করার পরিকল্পনা করছি আমরা, এর জন্য তাকে উত্তোলক যন্ত্রের সাহায্যে সিট থেকে উঠাতে হবে।"  


শেষ পর্যন্ত স্যুইটের দরজা খুলে ফেলতে হয়েছিল এবং উত্তোলন যন্ত্র দিয়েই তাকে বের করতে হয়েছে বলে জানিয়েছে দ্য সান।


ট্রাভেল ওয়েবসাইট বিজনেস ক্লাস এক্সপার্ট জানায়, ব্রিটিশ এয়ারওয়েজের প্রথম শ্রেণীর আসনগুলো প্রায় দুই ফুট চওড়া।


যদিও এ বিষয়ে জানতে চাইলে ইনসাইডার'কে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি ব্রিটিশ এয়ারওয়েজ।


গত মাসে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্লাস-সাইজের যাত্রীরা ইউএস এয়ারলাইনের সমালোচনা করেছেন কারণ তাদের বিমানের আসনগুলো চাপা এবং তাদের নিয়ম অনুযায়ী, প্লাস সাইজের যাত্রীরা একটি বাড়তি আসনের ভাড়া দিয়ে ভ্রমণ করবেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.