বইয়ের যত্ন নিন বর্ষায়



 ODD বাংলা ডেস্ক: দামি দামি বইয়ে ঘুণ ধরে গেলে রীতিমতো মন খারাপ হয়। আর বর্ষা মানেই ঘুণপোকার বাড়বাড়ন্ত শুরু। তাই ঘুণের উপদ্রব কমাতে কয়েকটি সহজ উপায় মেনে চলতে হবে।


নিয়মিত রোদে শুকান: বইকে রোদ খাওয়ানোর কায়দা বহুদিনের পুরোনো। জামাকাপড় শুকনোর মতোই বইকে নিয়মিত রোদ খাওয়াতে হবে। এতে ঘুণ ধরার আশঙ্কা কমবে অনেকটাই।


নিমপাতা দিয়ে রাখুন: নিমপাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ। এই পাতার গুণে সব পোকা বাপ বাপ করে পালাবে। তাই বইয়ের ফাঁকে ফাঁকে নিমপাতা দিয়ে রাখতে পারেন। এতে আখেরে উপকারই হবে।


নিয়মিত বই পরিষ্কার রাখুন: নিয়ম করে বই পরিষ্কার রাখুন। এতে বইয়ের মধ্যে ধুলা জমবে না। একই সঙ্গে এতে ড্যাম্প পড়ার আশঙ্কা কম। তাতে ঘুণ ধরার আশঙ্কাও অনেকটাই কমবে।


ন্যাফথলিন রাখুন: বইয়ের ফাঁকে ন্যাফথলিন রাখলেও দারুণ কাজ হবে। ঘুণপোকা তাড়াতে এই বিশেষ রাসায়নিকে ভরসা করতে পারেন। ন্যাফথলিনের তীব্র গন্ধে পোকামাকড় এমনিই দূর হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.