ভালো আছেন বুদ্ধদেব, খাওয়ানো হতে পারে রাইলস টিউব ছাড়াই

ODD বাংলা ডেস্ক: হাসপাতালে গত ছয়দিন ধরে চিকিৎসাধীন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ষষ্ঠদিনে অনেকটাই সুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সার্পোট থাকলেও তিনি যথেষ্ট সজাগ রয়েছেন। বুধবার থেকেই চিকিৎসক ও ভিজিটারদের সঙ্গে কথা বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলে জানিয়েছে হাসপাতাল। একটু সুস্থ বোধ করার পর থেকেই বাইপ্যাপ সহ রাইলস টিউব খুলে ফেলতে চাইছেন বুদ্ধদেব ভট্টচার্য। ভেন্টিলেশন থেকে বেরনোর পর থেকেই সমস্ত ধরনের সার্পোট সরিয়ে নিতে আর্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাইলস টিউব নিয়ে ক্ষোভ প্রকাশ শুধু করাই নয়, বরং বুদ্ধবাবু নাকি তাঁর ঘনিষ্ঠের কাছে অসুস্থ শরীরেও আম খাওয়ার আবদার জানান। কিন্তু চিকিৎসকেরা জানান, তাঁর শারীরিক অবস্থা এখনও সেখানে আসেনি। তবে এব্যাপারে সিদ্ধান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে থেরাপিস্টের উপর ছেড়ে দিয়েছে মেডিক্যাল বোর্ড। যদিও চিকিৎসকেরা নিজেরাও চাইছেন শীঘ্র বুদ্ধবাবু স্বাভাবিক জীবনে ফিরে আসুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.