ভালো আছেন বুদ্ধদেব, বুধবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সম্ভাবনা
ODD বাংলা ডেস্ক: সংক্রমণকে হারিয়ে ফের যুদ্ধ জয়ী বুদ্ধদেব ভট্টাচার্য। উঠে দাঁড়াচ্ছেন বিছানা থেকে, হাঁটার চেষ্টা করছেন বলেও হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকেরা জানিয়েছেন, স্থিতিশীল ও সুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিছু ফ্যাক্টর থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক সুস্থতার কথা ভেবে আর হাসপাতালে রাখতে চাইছেন না চিকিৎসকেরা। হাসপাতাল থেকে নতুন করে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা। হাসপাতাল সূত্রে খবর, বুধবারই হাসপাতাল থেকে ডিসচার্জ করার সম্ভাবনা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে এদিন জানানো হয়, সংক্রমণ মুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর রক্তের সমস্ত প্যারামিটারই ঠিক রয়েছে। শ্বাসের সহজতা ফেরাতে চলছে ফিজিওথেরাপি, লাঙস রিহ্যাবিটিলেশন। তবে এখনও রাইলস টিউবেই খাওয়ানো চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ঘরোয়া বিষয়ে অভ্যস্ত হতে মুখ দিয়ে স্যুপ জাতীয় তরল খাবার দেওয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। খাবার গিলতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য সোয়ালো থেরাপি চলছে বুদ্ধবাবুর। চিকিৎসকেরা জানিয়েছেন, এখনই রাইলস টিউব খোলা যাবে না। বাড়িতে ফিরে গেলেও বুদ্ধদেব ভট্টাচার্যকে রাইলস টিউবেই খাওয়ানোর প্রক্রিয়া চলবে।
Post a Comment