টুইট করে চন্দ্রযান ৩-কে স্বাগত জানাল খোদ চাঁদ

ODD বাংলা ডেস্ক: চাঁদের কক্ষপথে ঢুকে পড়ছে ভারতের চন্দ্রযান-৩। ৫ অগাস্ট সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে মহাকাশযানটি। শনিবার সন্ধ্যায় জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের কক্ষপথে পৌঁছে কী প্রতিক্রিয়া চন্দ্রযান-৩ মহাকাশযানের তাও জানিয়েছে ইসরো।চন্দ্রযান-৩-এর বার্তা উদ্ধৃত করে ইসরোর তরফে টুইট করা হয়েছে, 'MOX, ISTRAC, চন্দ্রযান-৩ কথা বলছি। আমি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছি।' দক্ষিণ ভারতের বেঙ্গালুরুর ইসরোর মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) থেকে নজর রাখা হচ্ছে চাঁদের গতিপথে। ইসরোর টেলিমেট্রি, ট্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক (ISTRACK) চন্দ্রযান-৩-এর তত্ত্বাবধানে রয়েছে। সেখানেই এসে পৌঁছেছে চন্দ্রযান-৩-এর বার্তা।ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের কক্ষপথে সফল ভাবে ঢুকে পড়তে সক্ষম হয়েছে চন্দ্রযান-৩। এর পরবর্তী পদক্ষেপ চাঁদের থেকে চন্দ্রযান-৩-এর দূরত্ব আরও কমিয়ে আনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.