চাঁদের মাটিতে প্রজ্ঞানের ক্যামেরায় ধরা পড়ল বিক্রমের ছবি, দেখুন নয়া ছবি


ODD বাংলা ডেস্ক: ৩০ অগাস্ট, বুধবার সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে প্রথম ক্যামেরা দিয়ে ছবি তুলেছিল প্রজ্ঞান রোভার। চাঁদের বুকে বিক্রম ল্যান্ডারের সেই ছবি ইসরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাইটে পোস্ট করে। এরপর সকাল ১১টা বেজে ৪ মিনিটে বিক্রমের আরও একটি ছবি তোলে প্রজ্ঞান। সেই ছবিও ইতিমধ্যেই নেটাপাড়ায় ভাইরাল। ইসরোর তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়েছে, 'সীমানা ছাড়িয়ে, চাঁদের মাটিতে। ভারতের রাজকীয় মহিমা এখানেও সমানভাবে ছড়িয়ে পড়েছে।' অর্থাৎ চাঁদের মাটিতেও ভারত নিজের ছাপ ফেলে রাখছে, সেই বিষয়টিকেই উদযাপন করছে ইসরো। সেই ভঙ্গিমাই গোটা বিশ্বের সামনে তুলে ধরছেন বিজ্ঞানীরা। পাশাপাশি চাঁদে অক্সিজেন আবিস্কার করেছে প্রজ্ঞান। রোভার প্রজ্ঞানের সঙ্গে যুক্ত থাকা নানা বৈজ্ঞানিক যন্ত্র সন্ধান পেয়েছে অক্সিজেন, সালফার, সিলিকন, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, টাইটেনিয়াম, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.