চর্বিযুক্ত ওভেনের দরজা পরিষ্কার করার সহজ নিয়ম
ODD বাংলা ডেস্ক: তেল-চর্বিযুক্ত ওভেনের দরজা পরিষ্কার করা কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। তবে কিছু কৌশল অবলম্বন করে সহজেই ওভেনের দরজা পরিষ্কার করা সম্ভব।
প্রস্তুতি :
১. পরিষ্কার করার আগে নিশ্চিত হতে হবে ওভেনের বন্ধ করা হয়েছে। এবং সম্পূর্ণভাবে ওভেন ঠান্ডা করে নিতে হবে।
২. ওভেনটির দরজা খুলে সমতলে রাখতে হবে।
৩. ওভেনের দরজার উপরের দিকের ছিদ্রগুলো কাপড় বা প্লাস্টিক দিয়ে বন্ধ রাখতে হবে। যাতে পরিষ্কার করার সময় জল বা ময়লা প্রবেশ করতে না পারে।
ধাপ :
১. ১২০ মিলিলিটার জলের সঙ্গে ৩০০ গ্রাম বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে।
মিশ্রণটা এমন ঘন হবে যাতে প্রয়োগের সময় গড়িয়ে পরে না যায়।
২. ওভেনের দরজা থেকে খাবারের টুকরো বা দাগ মুছতে গরম জলে একটি নরম কাপড় ভিজিয়ে নিতে হবে।
৩. ওভেনের দরজায় মিশ্রণটি ব্যবহারের জন্য গ্লোভস ব্যবহার করুণ। মিশ্রণটি কাচ সহ সব জায়গায় ভালোভাবে লেপে দিতে হবে।
দাগের স্থানগুলোতে ভালোভাবে ভেজা কাপড় দিয়ে ঘষতে হবে। ১০ থেকে ১৫ মিনিট মিশ্রণটি ওভেনের গায়ে থাকবে।
৪. একটি প্লাস্টিকের স্প্যাচুলার সাহায্যে ওভেনের গা থেকে মিশ্রণটি উঠিয়ে ফেলতে হবে।
৫. একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ওভেনের গা মুছে ফেলতে হবে। এবং পরিষ্কার শুকনো কাপড়ের সাহায্যে কাচ ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
৬. একটি বোতলে ডিস্টিলড সাদা ভিনেগার নিয়ে ওভেনের দরজার কাচে স্প্রে করুন। তিন থেকে চারবার স্প্রে করে ১৫ মিনিটের জন্য স্প্রেটি কাচে বসতে দেন। এরপর আদ্র, নরম স্পঞ্জ দিয়ে কাচটি মুছে ফেলতে হবে। তাহলেই ওভেনের দরজার তেল চর্বি একদম পরিস্কার হয়ে যাবে এবং ওভেন নতুনের মত চকচক করবে।
Post a Comment