যেমন অসামাজিক, তেমনই আবেগহীন! চিনে নিন কুম্ভ রাশির চরিত্রের অন্ধকার দিক

 


ODD বাংলা ডেস্ক: প্রতিটি মানুষের মধ্যে ভালো খারাপ - দুই দিকই থাকে। কারণ দোষে গুণে মিলিয়েই মানুষ। তবে যাদের মধ্যে ভালোর থেকে খারাপ বেশি, তাদেরই খারাপ মানুষ বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র বলছে জন্মরাশি বিচার করে বিভিন্ন মানুষের স্বভাব চরিত্র দোষ ও গুণ সম্পর্কে জানা যায়। আমাদের সবার চরিত্রের অন্ধকার দিকটিও ফুটে ওঠে জন্মরাশির মাধ্যমেই। আজ আমরা জেনে নেব কুম্ভ রাশির জাতকদের চরিত্রের অন্ধকার দিক কী কী আছে।


বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ। এই রাশির গ্রহ অধিপতি শনি। প্রথমে দেখে নেওয়া যাক কুম্ভের জাতকদের চরিত্রর ভালো দিকটা। এরা শান্ত স্বভাব ও স্বাধীনতাপ্রিয়। অন্য কারোর কথা শুনে চলতে মোটে পছন্দ করে না এরা। যেটা নিজেরা ঠিক করে, সেটাই করে। সব সময় অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কুম্ভ রাশির জাতকরা। কিন্তু শান্তশিষ্ট এই রাশির মধ্যেও কিছু অন্ধকার দিক রয়েছে। জেনে নিন সাধারণত কী কী দোষ লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতকদের চরিত্রের মধ্যে।


* আত্মকেন্দ্রিক


অন্য কারোর সঙ্গে নিজের মিল থাকা মোটেও পছন্দ করেন না কুম্ভ রাশির জাতকরা। এরা মোটেও চান না কারোর সঙ্গে এদের তুলনা টাকা হোক। কুম্ভ রাশির জাতকরা সব সময় ইউনিক থাকতে চান। সেই কারণে অন্য মানুষকে এদের দূরে ঠেলে সরিয়ে দিতেও বাধে না। সবার আগে থাকার জন্য এরা সব কিছু করতে পারে। এই আত্মকেন্দ্রিক স্বভাবের কারণেই অনেকে কুম্ভ রাশির জাতকদের পছন্দ করে না।


* অমিশুক


সবার সঙ্গে মেলামেশা করতে মোটেও স্বচ্ছন্দ বোধ করেন না কুম্ভ রাশির জাতকরা। এরা বরং সকলের থেকে দূরে সরে একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা নিজেদের ব্যক্তিগত পরিসরকে বড্ড বেশিই গুরুত্ব দেন। সেই কারণে সমাজের থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে দিন কাটান কুম্ভ রাশির জাতকরা।


* হঠাত্‍ রাগ


এমনিতে শান্ত শিষ্ট প্রকৃতির হলেও আচমকা মারাত্মক রেগে যেতে পারেন কুম্ভ রাশির জাতকরা। এরা একবার রেগে গেলে তখন এদের চরিত্রের অন্ধকার দিকটা বাইরে বেরিয়ে আসে। কুম্ভ রাশির জাতকদের মাথা একবার গরম হয়ে গেলে তখন এদের কারোর প্রতি কোনও সমবেদনা থাকে না। তখন এরা নিষ্ঠুর এবং মুখে যা আসে তাই বলতে পারে।


* নির্দয় ভাবে সম্পর্ক ত্যাগ করে


কুম্ভ রাশির জাতকরা একবার কারোর সঙ্গে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিলে নির্দয় ভাবে তাকে নিজের জীবন থেকে ঝেড়ে ফেলে। এরা আগের দিনই হয়তো খুব ভালো করে আপনার সঙ্গে কথা বলে গিয়েছে, পরের দিন থেকে আর চিনতেই পারবে না। কার সঙ্গে সম্পর্ক রাখবে, এবং কার সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে, সেই বিষয়ে নিজের হৃদয় নয়, মস্তিষ্কের কথা শুনে সিদ্ধান্ত নেয় কুম্ভ রাশির জাতকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.