ফিঙ্গার পেইন্টিং বেচে এক বছরে আয় ৩০ লাখ ডলার!
ODD বাংলা ডেস্ক: যেসব শিশু ফিঙ্গার পেইন্টিং করতে পছন্দ করে, তাদের বাবা-মায়ের জন্য দারুণ খবর। তাদের বাচ্চার ফিঙ্গার পেইন্ট যদি সুন্দর হয়, তাহলে সেই কাজ ভালো দামে বিক্রি করতে পারবেন।
একজন জাপানি শিল্পী ফিঙ্গার পেইন্টিং বিক্রি করে এ বছর মিলিয়ন ডলার আয় করেছেন। নিজের ফিঙ্গার পেইন্টিং নিলামের মাধ্যমে শিল্পরসিকদের কাছে বেচে এই অর্থ আয় করেছেন তিনি।
ইজুমি কাতো নামের ওই শিল্পী শুধু এ বছরই ৩০ লাখ ডলার আয় করেছেন নিজের ফিঙ্গার পেইন্ট বিক্রি করে।
আর্টনেট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালে কাতো তার শিল্পকর্ম বিক্রি করে আয় করেছিলেন ৩ লাখ ৪৪ হাজার ডলারের কিছু বেশি।
আঙুল দিয়ে সরাসরি ক্যানভাসে এঁকে কাতো নানা ধরনের ফিগার ফুটিয়ে তোলেন।
পেইন্টিং থেকে শুরু করে ড্রয়িং, ভাস্কর্য তৈরি—সবই করেন কাতো। তার একটি বড় পেইন্টিং আড়াই লাখ ডলার থেকে ৩ লাখ ডলারে বিক্রি হয়। আর ছোট ভাস্কর্য বিক্রি হয় ২৫ হাজার থেকে ৩৫ হাজার ডলারে।
কাতো শুধু প্রথাগত কাজই করেন না। তিনি প্রায়ই পাথরেও ফিঙ্গার পেইন্ট করেন।
Post a Comment