ওপেনিং ডে-তেই বিক্রি প্রায় ৭৬,০০০-র বেশি টিকিট, মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘গদর ২’

 


ODD বাংলা ডেস্ক: ছবি মুক্তি ১১ অগস্ট মুক্তি পাবে ‘গদর ২’। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ‘গদর ২’ ছবির অগ্রিম টিকিট বুকিং। আপাতত ওপেনিং ডে-র জন্য বিক্রি হল ৭৬,০০০-র বেশি টিকিট। অনুমান করা হচ্ছে, ওপেনিং ডে-তে ছবির আয় রেকর্ড গড়তে চলেছে।


বিশেষজ্ঞের মতে, পিভিআর প্রথম দিনে ৩৩,০০০ টিকিট বিক্রি হয়েছে। আইনক্স ও সিনে পলিসে ২৫,৫০০ এবং ১৮,১০০ টিকিট বিক্রি হয়েছে। আপাতত পাঠান ছবি রয়েছে এই তালিকার শীর্ষে।


ওপেনিং ডে-তে পাঠান ছবির সর্বোচ্চ টিকিট বিক্রি হয়েছিল। এবার তারপরই রয়েছে গদর ২। এদিকে অনেকরই অনুমান, পাঠান ছবিকে টেক্কা দিতে পারে গদর ২। আপাতত ৭৬,০০০ টাকার টিকিট বিক্রি হল ওপেনিং ডে-তে।


সানি দেওল ও আমিশা প্যাটেল থাকছেন ‘গদর ২’ ছবিতে। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে তাঁদের। এবার এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে।


ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন। এবার ছবিতে তারা সিং ও সাকিনার প্রেম তো বটেই এবারের বাড়তি পাওনা তার সিং ও তাঁর ছেলের কেমিস্ট্রি।


ট্রেলার মুক্তির পর থেকেই খবরে আছে ‘গদর ২’ ছবিটি। ৩ মিনিটের ট্রেলার জুড়ে রয়েছে বিস্তর অ্যাকশন সিক্যোয়েন্স। তেমনই আছে তারা সিং ও সাকিনার প্রেমের ঝলক। সঙ্গে দেখা গিয়েছে, ছেলেকে বিপদ থেকে রক্ষা করতে বাবা তারা সিং কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে।


এদিকে ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে।


সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হচ্ছে গদর ২।


যেখানে ‘গদর এক প্রেম কথা’ ছবির কাহিনি শেষ হয়েছিল সেখান । ঠিক সেখান থেকেই শুরু হল গদর ২ ছবির কাহিনি। তবে, এই সিক্যুয়েল ছবিতে যেমন আছে প্রেম। তেমনই আছে ছেলেকে রক্ষা করার জন্য তারার লড়াই সঙ্গে দেশভক্তির গল্প।


১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। আর এই সিক্যুয়েল ছবিতে থাকছে ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ এবং ‘উড় যা কলে’ গানটি। সব মিলিয়ে এক রাশ নতুনত্ব নিয়ে আসছে গজর ২ ছবিটি। ইতিমধ্যে শুরু হল ‘গদর ২’ ছবির অগ্রিম টিকিট বুকিং। প্রথম দিনেই বিক্রি প্রায় ৭৬,০০০-রও বেশি টিকিট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.