মৃতের এই ৩ জিনিস ভুলেও স্পর্শ করবেন না, পিতৃদোষের কবলে ছারখার হবে কয়েক প্রজন্ম

 


ODD বাংলা ডেস্ক: হিন্দুধর্মে প্রয়াত পূর্বপুরুষের শ্রদ্ধা নিবেদন করার রীতি প্রচলিত আছে। এই কারণে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার রীতি প্রচলিত আছে। এছাড়া প্রয়াত পূর্বপুরুষদের জন্য তর্পণ ও দানধ্যান করার নির্দেশ রয়েছে। অমাবস্যা তিথিতে প্রয়াত পূর্বপুরুষদেরল উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা হয়। সব বিধি পালন করলে প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়।


এই বিষয়ে বিস্তারিত কিছু নির্দেশিকা রয়েছে গরুঢ় পুরাণে। হিন্দুধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ বই হল গরুঢ় পুরাণ। এই বইতে মৃত্যু ও তার পরবর্তী অবস্থা সম্পর্কে বিশদে আলোচনা করা আছে। এই কারণে কোনও পরিবারে কারও মৃত্যু হলে সেখানে গরুঢ় পুরাণ পাঠ করার নির্দেশ আছে। মনে করা হয় গরুঢ় পুরাণ পাঠ করা হলে প্রয়াত আত্মা শান্তি লাভ করে।


গরুঢ় পুরাণ জানাচ্ছে, প্রয়াত ব্যক্তি আপনার যতই প্রিয় হোক না কেন, তাঁর মৃত্যুর পর তাঁর কয়েকটি জিনিস ভুলেও ব্যবহার করবেন না। প্রয়াত ব্যক্তির এই জিনিসগুলি ব্যবহার করলে পিতৃদোষের কবলে আপনি পড়তে পারেন বলে সাবধান করা হয়েছে গরুঢ় পুরাণে। আর প্রয়াত পূর্বপুরুষরা যদি আপনার উপর ক্ষুব্ধ হয়ে পিতৃদোষ দিয়ে থাকে, তাহলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে।


জেনে নিন মৃত ব্যক্তির কোন কোন জিনিস ভুলেও ব্যবহার করতে নেই।


জামাকাপড়


মৃত ব্যক্তির জামাকাপড় ভুলেও ব্যবহার করতে নেই। এর ফলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবেন। আপনার কোনও প্রিয় ব্যক্তির মৃত্যু হলে তাঁর জামাকাপড় ব্যবহার করবেন না। সেগুলি কাউকে দান করে দিন। এর ফলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে। শাস্ত্র অনুসারে যে কোনও মানুষের তাঁর জামাকাপড়ের প্রতি বিরাট টান থাকে। মৃত্যুর পর অনেক আত্মাই সহজেই এই লোক ছেড়ে যেতে পারে না। তাই আপনি যদি মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করেন, তাহলে প্রয়াত আত্মা আপনার প্রতি আকৃষ্ট হবে। এর ফলে পিতৃদোষ দেখা দিতে পারে।


গয়না


জামাকাপড়ের মতো নিজের গয়নার প্রতিও টান থাকে সবার। তাই মৃত ব্যক্তির গয়না ভুলেও ব্যবহার করতে নেই। মৃত ব্যক্তির গয়না পরলে আপনার প্রতি আকৃষ্ট হবেন সেই আত্মা। তবে সেই সব গয়না গলিয়ে নতুন গয়না গড়িয়ে সেই গয়না পরতে পারেন। আবার যদি মৃত ব্যক্তি মৃত্যুর আগে তার গয়না আপনাকে উপহার দিয়ে যান, তাহলে সেই গয়না ব্যবহারে কোনও ক্ষতি নেই।


ঘড়ি


গরুঢ় পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তির ঘড়ি ভুলেও ব্যবহার করতে নেই। কারণ মৃত ব্যক্তির ঘড়িতে তাঁর এনার্জি থেকে যায়। তাই মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার করলে পিতৃদোষ দেখা দিতে পারে। তাই প্রয়াত ব্যক্তির ঘড়ি দান করে দেওয়াই ভালো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.