এবারের জন্মাষ্টমীতে বানিয়ে ফেলুন সুস্বাদু তালের পাটিসাপটা

ODD বাংলা ডেস্ক: ঘরে বসে তালের নতুনত্ব কিছু রেসিপি ট্রাই করার কথা ভাবছেন, তালের বড়া বা ক্ষীর বাদে বানিয়ে নিতে পারেন মজাদার এই তালের পিঠে, জেনে নিন রেসিপি-

উপকরণ-
  • ১ কাপ তালের ক্ষীর
  • ২ কাপ ময়দা
  • ১ কাপ চালের গুঁড়ো
  • ১/২ কাপ সুজি
  • ১ কাপ চিনি
  • ১/২ চা চামচ নুন
  • ১ কাপ দুধ
  • পরিমানমতো পুরের জন্যক্ষীর
  • পরিমান মতো সাদা তেল
প্রণালী-
  • প্রথমে তালের রস টাকে ভালভাবে জ্বাল দিয়ে নিতে হবে।একটা বড় পাত্রে ময়দা চালের গুঁড়ো সুজি ও তালের ক্ষীর টাকে ভালো করে গুলিয়ে বেটার করতে হবে। এরপর সেই ব্যাটারে পরিমাণমতো চিনি ও নুন দিতে হবে।
  • তারপর ব্যাটার টা ভালো করে গুলতে হব।
  • এরপর প্যানে তেল দিয়ে হাতা দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে।
  • ক্ষীরের কোট দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে মুরে নিলেই পাটিসাপটা তৈরি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.