পা চুলকালে জীবনে ঘটতে পারে এই ঘটনা, জানুন কী বলছে সমুদ্র শাস্ত্র
ODD বাংলা ডেস্ক: সমুদ্র শাস্ত্রে হাত চুলকানোর সঙ্গে অর্থ আগমন বা ব্যয়কে যুক্ত করে দেখা হয়। মনে করা হয় হাত চুলকালে হয় অর্থ লাভ সম্ভব, না-হলে প্রচুর অর্থ ব্য়য় হতে পারে। সমুদ্র শাস্ত্র মতে হাত চুলকানো ভবিষ্যৎ জীবন সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে। তবে শুধু হাতই নয়, পা চুলকালেও তা আমাদের ভবিষ্যতের শুভ-অশুভ ঘটনার ইঙ্গিত দিয়ে থাকে। পায়ের তালু চুলকালে তা থেকে কী ইঙ্গিত পাওয়া যায়স তা বিস্তারিত জেনে নিন এখানে।
ডান পা চুলকালে
ডান পা বা পায়ের তালু চুলকালে সমুদ্র শাস্ত্রে এটিকে শুভ সংকেত মনে করা হয়। শীঘ্র কোনও শুভ যাত্রায় যেতে পারেন আপনারা। এই যাত্রায় নিজের সমস্ত পরিকল্পনা পূরণ করতে পারবেন এই রাশির জাতকরা। পাশাপাশি আপনার কাজ সফল হবে। এমনকি এর মাধ্যমে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
বাঁ পা চুলকানোর অর্থ
তবে সমুদ্র শাস্ত্র বলছে যে বাঁ পা চুলকালে ব্যক্তিকে সতর্ক হওয়া উচিত। কোনও যাত্রার পরিকল্পনা থাকলে তা বাতিল করা উচিত। তা না-হলে ভবিষ্যতে কোনও বড়সড় লোকসান হতে পারে। বাঁ চুলকানো অশুভ পরিণামের দিকে ইশারা করে।
পা ছাড়াও শরীরের অন্যান্য় অংশ চুলকালে তা কোন দিকে ইশারা করে জেনে নিন--
ডান ও বাঁ হাত চুলকালে
কোনও ব্যক্তির ডান হাত চুলকালে তা ধন আগমনের দিকে ইশারা করে। আবার বাঁ হাত চুলকালে তা অর্থ ব্যয়ের দিকে ইশারা করে থাকে। এ ছাড়াও কোনও কাজে আর্থিক লোকসানের ইঙ্গিত দেয় এটি। এ ছাড়াও প্রচলিত ধারণা অনুযায়ী শরীরের বাঁ অংশ চুলকালে রোগ-ভোগের আশঙ্কা থেকে যায়। পরিবারের কোনও ব্যক্তি গভীর অসুস্থত হতে পারে।
ঠোঁটের পাশে চুলকালে
সমুদ্র শাস্ত্র অনুযায়ী কোনও ব্যক্কির ঠোঁটের পাশে চুলকালে বুঝতে হবে যে, তাঁরা শীঘ্র সুস্বাদু ভোজন উপভোগ করবেন। কোনও অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার সম্ভাবনা থাকে।
কান চুলকানোর অর্থ
এই শাস্ত্র অনুযায়ী সকালে উঠেই ব্যক্তির কান চুলকানো শীঘ্র ধন লাভের দিকে ইশারা করে থাকে। এর ফলে আকস্মিক ধন লাভ হতে পারে। ভবিষ্যৎ উজ্জ্বল হবে ও ভালো চাকরি পাবেন।
বুক চুলকালে
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কোনও মহিলার বুক চুলকানো কোনও বহুপ্রতীক্ষিত ব্যক্তির সঙ্গে সাক্ষাতের দিকে ইশারা করে। শাস্ত্র অনুযায়ী এমন হলে বুঝতে হবে যে, সেই মহিলা এবার সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন, যার জন্য তিনি বহুদিন ধরে অপেক্ষা করে আসছেন। অন্য দিকে পুরুষের বুকে ব্যথা হলে ধন-সম্পত্তি সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন আপনারা।
Post a Comment