বিজ্ঞানী হয়েও কেন চন্দ্রযান ৩-এর সাফল্য কামনায় মন্দিরে পুজো দিলেন ইসরো প্রধান
ODD বাংলা ডেস্ক: ১৪০ কোটি ভারতীয় আশা-আকাঙ্খা, স্বপ্ন সত্যি করে চাঁদের মাটিতে পা ফেলে চন্দ্রযান-৩। দীর্ঘদিনের গবেষণা, অক্লান্ত পরিশ্রমের ফসল ঘরে তোলে ইসরো। আর তাই চন্দ্রযান ৩-কে ল্যান্ড করিয়েই ঈশ্বরের শরণে ইসরো প্রধান এস সোমনাথ। রবিবার তিনি পুজো দিলেন তিরুঅনন্তপূরমের ভদ্রকালী মন্দিরে। ইসরো প্রধানকে ফের একবার মন্দিরে দেখে সমালোচনা শুরু করেছে একাংশ। ভারত যখন একদিকে চাঁদ ছুঁয়ে ইতিহাস রচনা করল, তখন ইসরো প্রধান কুসংস্কারে বিশ্বাস করেন? এই কটাক্ষ ধেয়ে এসেছে নানা মহল থেকে।কেন একজন বিজ্ঞানী হয়েও তিনি মন্দিরে পুজো দিতে যান, কেন ঈশ্বরে বিশ্বাস করেন, তা খোদ জানালেন ইসরোর চেয়ারম্যান।রবিবার মন্দিরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস সোমনাথ বলেন, 'আমি একজন বিজ্ঞানী ঠিকই কিন্তু, অন্তরাত্মার শান্তির জন্য আমি মন্দিরে আসি। মন থেকে আমি ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করি।' তিরুঅনন্তপূরমের ভদ্রকালী মন্দিরে এদিন উত্তরীয় গায়ে ভক্তিভরে পুজো দিতে দেখা গেল এস সোনমাথকে। দিলেন অঞ্জলি, কপালে পড়লেন হোমটিকা।'
Post a Comment