ধনঞ্জয়ের ফাঁসি-কাণ্ডে নাম না করে অসুস্থ বুদ্ধকে খোঁচা সুমনের, শুরু বিতর্ক

ODD বাংলা ডেস্ক: শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে শনিবার আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি হন বুদ্ধদেব ভট্টাচার্য। সংকটনজনক পরিস্থিতি কাটিয়ে আপাতত কিছুটা সুস্থ তিনি। আপামর রাজ্যবাসী তাঁর সুস্থতা কামনা করছে। এরই মধ্যে আচমকা তাল কাটল রাজ্য়ের শাসকদল ঘনিষ্ঠ শিল্পী কবীর সুমনের ফেসবুক পোস্টে।১৯ বছর আগে এরকম এক আগস্ট মাসে স্বাধীনতা দিবসে ফাঁসিকাঠে ঝোলানো হয়েছিল ‘ধর্ষক’ ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। সেই মৃত্যুদণ্ড নিয়ে আজও বিতর্ক রয়েছে। প্রায় দু’দশক পর সেই ঘটনাকে টেনে নাম না করে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিশানা করলেন কবীর সুমন। ফেসবুকে পোস্ট করা কবিতায় কার্যত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করা হয়েছে বলে মত নেটিজেনদের একাংশের। আর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কবিতায় ধনঞ্জয়ের ফাঁসির প্রসঙ্গ টেনে এনেছেন সুমন। তাঁর অভিযোগ, ‘গরিব বাঙালি’ যুবককে স্রেফ পারিপার্শ্বিক তথ্য় প্রমাণের ভিত্তিতে ফাঁসিকাঠে ঝোলানো হয়েছে। আর সেই কাজে ফাঁসুড়ে নাটা মল্লিকের মতোই ‘দোষী’ ছিলেন ‘মীরাবাঈ’। উল্লেখ্য, ধর্ষণ কাণ্ডে ধনঞ্জয়কে শাস্তি দিতে সেই সময় পথে নেমেছিলেন বুদ্ধবাবুর স্ত্রী তথা সমাজকর্মী মীরা ভট্টাচার্য। ফাঁসির সাজার পিছনে তাঁর আন্দোলনের প্রভাব ছিল বলে মনে করে ওয়াকিবহাল মহল। এদিন নাম না করে সেই খোঁচাই দিয়েছেন শিল্পী। বুদ্ধবাবুর নাম না করে ‘প্রৌঢ় ফাঁসুড়ে’ বলেও কটাক্ষ করা হয়েছে কবিতায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.