‘টিপ, সিঁদুর, মঙ্গলসূত্র পরেই মহিলাদের চাঁদে পাড়ি’, ইসরোর মহিলা বিজ্ঞানীদের কুর্নিশ কঙ্গনার

ODD বাংলা ডেস্ক: চন্দ্রযান-৩-এর নেপথ্যে ইসরোর ৫৪ জন মহিলা বিজ্ঞানীর সমবেত কর্মকাণ্ডে কার্যত হইচই পড়ে গিয়েছে গোটা দেশে।বলা ভাল, ইসরোর মহিলাদের সাফল্যের থেকে তাঁদের পোশাক বিধিটাই বর্তমানে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে! ভারতীয় পোশাক পরিহিত মহিলা বিজ্ঞানীদের নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। আর তারপরই শুরু হয়েছে জোর চর্চা। ইসরোর মহিয়সী বিজ্ঞানীদের ছবি পোস্ট করে লিখলেন, “ওঁরা প্রত্যেকেই ভারতের প্রথম সারির বিজ্ঞানী, যাঁরা টিপ, সিঁদুর, মঙ্গলসূত্র পরে সহজসরল জীবনযাপনে বিশ্বাসী। প্রকৃত অর্থে ভারতীয়।” তাঁর এমন পোস্ট থেকেই সৃষ্টি হয়েছে বিতর্কের। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.