দুর্ঘটনার কবলে ভিস্তারার কলকাতাগামী বিমান, ব্যাপক ক্ষতি ইঞ্জিনের

ODD বাংলা ডেস্ক: মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনার মুখে ভিস্তারার কলকাতাগামী বিমান। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। জানা গিয়েছে, একটি ট্রাক বিমানে ধাক্কা মারে। এর জেরে বিমানের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়। এই সংঘর্ষের সময় বিমানে ছিলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে টার্মাকে। টেকঅফের জন্য তখন বিমাটি প্রায় প্রস্তুত। তবে এই সংঘর্ষে যাত্রীদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে সংস্থা। সবাই নিরাপদেই ছিলেন। এর জেরে মুম্বই বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়ে আর ছাড়তে পারেনি কলকাতাগামী ভিস্তারা সংস্থার বিমানটি।রিপোর্ট অনুযায়ী, টেকঅফের কিছুক্ষণ আগেই কলকাতাগামী ভিস্তারার বিমানটির সঙ্গে ধাক্কা লাগে একটি টো-ট্রাকের। এর জেরে বিমানের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়। এদিকে এই দুর্ঘটনার জেরে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন বিমানের যাত্রীরা। তাদের সুরক্ষার কথা মাথায় রেখে অবিলম্বে সবাইকেই বিমান থেকে নামিয়ে আনা হয়। পরে বিকল্প ব্যবস্থা করে যাত্রীদের কলকাতার উদ্দেশ উড়িয়ে আনা হয় মুম্বই থেকে। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি আর ব্যবহার করা হয়নি এই যাত্রার জন্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.