বেশিরভাগ মানুষ বাঁ হাতে ঘড়ি পরেন কেন?
ODD বাংলা ডেস্ক: একজন ব্যক্তির আত্মবিশ্বাস ফুটে ওঠে তার আচরণ আর পোশাক-পরিচ্ছদে। পরনের পোশাক, ঘড়ি, জুতা ইত্যাদি দেখেও বোঝা যায় তিনি রুচিসম্পন্ন কিনা। কম-বেশি সবাই ঘড়ি পরেন। তবে বেশিরভাগ মানুষই কিন্তু ঘড়ি পরার জন্য বেছে নেন বাঁ হাত।
কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন অধিকাংশ মানুষ বাম হাতে ঘড়ি পরেন? এর পেছনে কী ব্যাখ্যা রয়েছে? চলুন জেনে নেওয়া যাক-
বেশিরভাগ সময় কাজের জন্য আমাদের ডান হাত ব্যস্ত থাকে। এমন অবস্থায় যদি ডানহাতে ঘড়ি বেঁধে রাখা হয়, তাহলে সময় দেখতে অসুবিধা হয়। আবার কাজেও বাধা সৃষ্টি করে এটি। কিন্তু বাঁ হাতে ঘড়ি পরলে এই সমস্যা আর হয় না। সহজেই সময় দেখা যায়।
আবার ডানের হাতের তুলনায় বাম হাত বেশি সুরক্ষিত থাকে। কেননা বেশিরভাগ কাজই মানুষ ডান হাতের সাহায্যে করেন। তাই শখের ঘড়িটি ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এই কারণেই বেশিরভাগ বাঁ হাতে ঘড়ি পরেন। তাছাড়া বাঁ হাতে ঘড়ি পরা ব্যক্তিদের দেখতেও স্মার্ট লাগে।
তবে ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, এখন যেভাবে হাতের কব্জিতে ঘড়ি পরার চল রয়েছে, অতীতে এমনটা ছিল না। পুরনো দিনের মানুষের ছবি দেখলে এই বিষয়টি বুঝতে পারেন। তখন আসলে হাত ঘড়ির চল ছিল না। সেসময় মানুষ পকেট ঘড়ি ব্যবহার করতেন।
গোলাকার ঘড়ির সঙ্গে থাকতো লম্বা চেইন। এই ঘড়ি রাখা হত পকেটের সঙ্গে সংযুক্ত ছোট্ট পকেটে। এখনকার জিনস প্যান্টে যে কয়েন পকেট দেখা যায় তার উৎপত্তি কিন্তু এই কারণেই।
ধীরে ধীরে সময়ের বদলের সঙ্গে শুরু হয় হাতে ঘড়ি পরার চল। হাতের কব্জি জুড়ে থাকে এই ঘড়িগুলো। অবশ্য এখন অ্যানালগ ঘড়ির পাশাপাশি অনেকেই ব্যবহার করেন ডিজিটাল স্মার্ট ওয়াচ। এসব ঘড়ি দিয়ে শরীরের নানা খবর যেমন রাখা যায়, তেমনি ফোন কলও করা যায়।
Post a Comment