ফের বিপাকে 'OMG 2'! নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত
ODD বাংলা ডেস্ক: শুরুর দিন থেকে বিপাকে 'ওহ মাই গড ২'। ছবির নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত। সেন্সরের তরফে 'A' ছাড়পত্র পাওয়ার পর ছবি থেকে মন্দির চত্বরে শ্যুট হওয়া দৃশ্য সরিয়ে ফেলার দাবি জানিয়ে চিঠি লেখা হয়েছে। মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত চিঠি লিখলেন অক্ষয় কুমারের ছবির নির্মাতাদের। এছাড়াও জেলা কালেক্টরকেও একটি মেমো দিয়েছে মঙ্গলবার আয়োজিত জন সুনাইয়ের সময়। সেখানে তিনি দাবি তুলেছেন এই ছবি ওই জেলায় প্রদর্শন বন্ধ করা উচিত। মহাকাল মন্দিরের পুরোহিত মহেশ শর্মা বলেন, 'আমরা প্রথম থেকেই 'ওহ মাই গড ২' ছবির বিরোধিতা করে এসেছি কারণ মিডিয়া মারফত খবর পাওয়া যাচ্ছিল যে বেশ কিছু অপ্রীতিকর দৃশ্য রয়েছে ছবিতে। আমরা বিরোধিতা করি এবং সফলও হই। ছবিতে ২০ দৃশ্যে কাঁচি চালানো হয়েছে এবং ছবিটিকে 'A' ছাড়পত্র দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফে।'
Post a Comment