ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে মুম্বই যাচ্ছেন মমতা, অমিতাভের বাংলোয় যেতে পারেন মুখ্যমন্ত্রী
ODD বাংলা ডেস্ক: এই শহরে তাঁদের একাধিক বার এক মঞ্চে দেখা গিয়েছে। এ বার আরবসাগরের তীরে অমিতাভ ও জয়া বচ্চনের সঙ্গে সান্ধ্য-আসরে মিলিত হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে যে দিন ওই সাক্ষাৎ হওয়ার কথা, সে দিনই রাখিপূর্ণিমা। অমিতাভের বাংলো ‘জলসা’য় মেগাস্টারের হাতে তাই মমতাকে রাখি বাঁধতেও দেখা যেতে পারে, এমন সম্ভাবনার কথাও উঠে আসছে।পটনা ও বেঙ্গালুরুর পরে বিজেপি-বিরোধী জোটের তৃতীয় মহা-বৈঠক মুম্বইয়ে হতে চলেছে আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর। মুম্বইয়ে ৩১ তারিখ রাতে ‘ইন্ডিয়া’ জোটের নেতা-নেত্রীদের জন্য নৈশভোজের আয়োজন করছেন এনসিপি নেতা শরদ পওয়ার এবং শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে। তৃণমূল নেত্রীর মুম্বই পৌঁছে যাওয়ার কথা তার আগের দিন ৩০ তারিখ, বুধবার। সূত্রের খবর, বিকেলে মুম্বই পৌঁছে সন্ধ্যায় ‘জলসা’য় যেতে পারেন মমতা। কলকাতায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে একাধিক বার মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত থেকেছেন অমিতাভ-জয়া। মুম্বইয়ে মমতা গেলে যেন অবশ্যই ‘জলসা’য় আসেন, সেই আমন্ত্রণ করে রেখেছিলেন জয়াই। এ বার বিরোধী জোটের বৈঠক উপলক্ষে মমতা বলিউড নগরীতে আসছেন জেনে জয়া সেই আমন্ত্রণ আবার মনে করিয়ে দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।
Post a Comment