দামি দেখলেই খরচের স্বভাব এই চার রাশির! আপনিও আছেন তালিকায়?
ODD বাংলা ডেস্ক: আমাদের মধ্যে অনেকেই সুখী, বিলাসবহুল, আরামদায়ক জীবনযাপন করার স্বপ্ন দেখি। অনেকে আবার এমনই জীবনযাপন করে থাকেন। এঁরা নিজের আভিজাত্য ধরে রাখতে ভালোবাসেন। এর জন্য ব্যয়বহুল জিনিস ক্রয় করা থেকেও বিরত থাকেন না। সেরা জিনিসটি নিজের কাছে রাখার জন্য যে পরিমাণ অর্থই ব্যয় করতে হোক না-কেন, এঁরা তাতে পিছ পা হন না। তবে এঁরা লোকদেখানোর জন্য যে এমন দামি দামি জিনিস ক্রয় করেন তা নয়, বরং সেই সমস্ত ব্যয়বহুল জিনিসের মালিকানা অর্জন করার আনন্দ উপভোগ করতে চান। এ কারণে বড় লোকের শখ ধরে রাখতে তৎপর থাকেন এঁরা। জ্যোতিষ শাস্ত্রে এমনই কিছু রাশির উল্লেখ রয়েছে, যাঁরা এমনই ব্যয়বহুল দ্রব্য অর্জন করতে ভালোবাসেন। কোন কোন রাশির কথা বলা হচ্ছে জেনে নিন এখানে।
বৃষ রাশি
এই রাশির জাতকরা তাঁদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের জন্য পরিচিত। এঁরা যে নামী-দামি ব্র্যান্ডের জিনিস ক্রয় করবেন, তা নয়। কিন্তু যে জিনিসই কেনেন না-কেন, তা হতে হবে এক্সক্লুসিভ। এমন জিনিস পেতে কোনও তাড়াহুড়োও করেন না এঁরা। বরং এর জন্য মাসের পর মাস খোঁজ চালিয়ে যেতে পারেন। সূক্ষ্ম বিষয়ের প্রতি আকৃষ্ট হন এই রাশির জাতকরা। শান্তিপূর্ণ অথচ বিলাসবহুল জীবন কামনা করেন এঁরা। এই রাশির জাতকরা সৌন্দর্যের পূজারী। তখনই কোনও কিছু ক্রয় করেন, যার সৌন্দর্য এঁদের আকৃষ্ট করে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা দামি জিনিস বিশেষ পছন্দ করেন। ডিজাইনার পোশাক, নির্দিষ্ট ওয়াইন ব্র্যান্ড থেকে শুরু করে দামি ঘড়ি-- এ সবই এঁদের আলমারিতে পাবেন। এই জিনিসগুলি এঁরা খুব কমই ব্যবহার করেন। কিন্তু তা সত্ত্বেও তা কেনা থেকে বিরত থাকেন না। এঁরা নিজের পছন্দের সঙ্গে কোনও ধরনের আপোস করতে প্রস্তুত নন। তবে এই রাশির জাতকরা নিজের এই বিলাসবহুল দ্রব্যগুলিকে সকলের সামনে প্রকাশ করতে বিন্দুমাত্র ইচ্ছুক নন। বরং শান্ত বিলাসবহুল সামগ্রী নিজের সঞ্চয়ের মধ্যে রেখেই খুশি। নিজের কাছে সেরা জিনিসটি রাখতে যে কোনও পথ অতিক্রম করতে ইচ্ছুক থাকেন এঁরা।
কর্কট রাশি
জ্যোতিষ বলছে এই রাশির জাতকদের পছন্দ ও স্বাদ অতুলনীয়। এঁদের শখ অনেক বড়। এই রাশির জাতকদের পোশাক, মেক-আপ, জুতো, বই সমস্ত কিছুই দামি। এর পাশাপাশি ফাইন ডাইনিং ইত্যাদি অভিজাত বিষয়ের প্রতি অধিক আকৃষ্ট হন। এই রাশির জাতকরা নিজের ব্যয় সীমাবদ্ধ রাখতে চান না। ফ্যাশন পাল্টানোর সঙ্গে সঙ্গে এঁদের মালিকাধীনে থাকা জিনিসপত্রও পাল্টাতে বা সংযোজিত হতে থাকে। কারণ তারা যে আইটেমগুলি উপভোগ করে তা দ্রুত ফ্যাশনের বিরোধী। নিজের পছন্দের জিনিসে অতিরিক্ত ব্যয় করতে প্রস্তুত থাকেন এঁরা। আবার কারও জন্য উপহার কেনাও এঁদের বিশেষ পছন্দের কাজ। এঁরা নিজের ও ঘনিষ্ঠ ব্যক্তির জন্য অতিরিক্ত ব্যয় করতে ভালোবাসেন। এঁরা এমন জিনিস কেনেন যাঁর ব্র্র্যান্ডের নাম সহজেই বোঝা যায় ও যেগুলি সন্দেহাতীত ভাবে দুর্দান্ত।
মীন রাশি
মীন রাশির জাতকরা ডিজাইনার আসবাবপত্র বা পোশাকের পিছনে টাকা খরচ করতে ভালোবাসেন। এই রাশির জাতকদের পছন্দ অসামান্য। শুধু পোশাকই নয়, বরং বৈদ্যুতিক গ্যাজেট এবং প্রযুক্তিগত জিনিসের প্রতি এঁদের আকর্ষণ রয়েছে। তবে চোখ বন্ধ করে বা কারও দেখাদেখি কোনও কিছু কিনে ফেলেন না এঁরা। বরং যা কেনেন সেগুলির সম্পর্কে সতর্ক ও সচেতন এঁরা। বছর পুরনো নামী-দামি জিনিস নিজের সংগ্রহে রাখতে ভালোবাসেন এঁরা। যতক্ষণ না নিজের পছন্দের জিনিস পাচ্ছেন, তত দিন এঁদের থামানো মুশকিল। আবার এই রাশির জাতকরা যে শুধুমাত্র দামি জিনিসই কেনেন, তা নয়, বরং ছুটি কাটানোর ক্ষেত্রেও এঁদের স্বাদ অসাধারণ। এঁরা কোথাও ছুটি কাটাতে গেলেও সেই স্থানটি হয় আভিজাত্যপূর্ণ রাজকীয়।
Post a Comment