প্রেমে ব্যর্থ হয়, একাধিক বিয়ের সম্পর্কে জড়ায় মাসের এই তারিখের জাতকরা
ODD বাংলা ডেস্ক: জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হল নিউমেরোলজি বা সংখ্যাজ্যোতিষ। জন্মতারিখের হিসেবে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক বা Radix থাকে। কার কোন তারিখে জন্ম, তার উপর ভিত্তি করে মূলাঙ্ক নির্ধারিত হয়। আজ আমরা আলোচনা করব ৩ মূলাঙ্কের জাতকদের নিয়ে। কোনও মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে যাঁদের জন্ম, তাঁরা সবার মূলাঙ্ক ৩।
প্রেমে ব্যর্থ হয় বারবার
নিউমেরোলজি বলছে যে ৩ মূলাঙ্কের জাতকরা বারবার প্রেমে ব্যর্থ হয়। তবে এরা অত্যন্ত সাহসী ও কঠোর পরিশ্রমী। কিন্তু প্রেমের ক্ষেত্রে বারবার মনে আঘাত পান এরা। কোনও একটা প্রেম সম্পর্ক এদের বরাবরের জন্য স্থায়ী হয় না। বারবার সম্পর্ক ভেঙে যায় এবং বারবার নতুন করে সম্পর্কে জড়ান ৩ মূলাঙ্কের জাতকরা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সঙ্গীর কাছ থেকে প্রতারণার শিকার হতে হয় এদের। ৩ মূলাঙ্কের জাতকরা অনেক সময় একাধিকবার বিয়ে করেন। প্রথম বিয়েতে নানা সমস্যা দেখা দিলেও দ্বিতীয় বিয়েতে এরা সুখী হন।
লক্ষ্য অর্জন করেন
৩ মূলাঙ্কের জাতকরা জীবনে বাধার মুখে পড়লেও হাল ছেড়ে দেন না। দাঁতে দাঁত চেপে লড়াই করতে এরা জানেন। অত্যন্ত উচ্চাকাঙ্খী ও সৃজনশীল হন ৩ মূলাঙ্কের জাতকরা। এরা একবার যেটা করবে বলে ঠিক করে, তা যে কোনও উপায়ে করেই ছাড়ে। অত্যন্ত ভেবেচিন্তে নিজেদের লক্ষ্য স্থির করেন ৩ মূলাঙ্কের জাতকরা এবং সেই লক্ষ্য অর্জন করার জন্য এরা জানপ্রাণ লাগিয়ে চেষ্টা করে। ৩ মূলাঙ্কের গ্রহ অধিপতি বৃহস্পতি। ধর্মীয় কাজের প্রতি এদের আগ্রহ থাকে। শিক্ষাক্ষেত্রেও এরা উচ্চস্থান অধিকার করেন।
অন্যের উপকার নেন না
অন্যের থেকে উপকার নেওয়া মোটেও পছন্দ করেন না ৩ মূলাঙ্কের জাতকরা। এরা নিজেদের জীবনে অন্য কারোর নাক গলানো মোটেও বরদাস্ত করতে পারে না। নিজেদের স্বাধীনতার বিষয়ে কোনও রকম আপোষ করা এদের পছন্দ নয়। এরা যে কোনও বিষয়ে গভীর ভাবে চিন্তাভাবনা করে। অনেক কিছু আগে থেকে আন্দাজ করতে পারেন ৩ মূলাঙ্কের জাতকরা।
Post a Comment