সামনেই রাখি বন্ধন, রাশি অনুযায়ী উপহার দিন বোনকে! মুখে হাসি ফুটবেই

 


ODD বাংলা ডেস্ক: রাখির উৎসব প্রতিটি ভাই-বোনের জন্য বিশেষ। ভাইয়ের হাতে রাখি বেঁধে বোনেরা তাঁর মঙ্গল কামনা করেন। রাখিতে তিনটি গিঁট বেঁধে ভাইদের দীর্ঘায়ু কামনা করেন বোনেরা। অন্য দিকে ভাইরা সারা জীবন বোনেদের নিরাপত্তা ও সুখ-সৌভাগ্য রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এই কারণে ভাই-বোনের এই উত্‍সবকে রক্ষা বন্ধনও বলা হয়ে থাকে। বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দিলে ভাইরা তাদের হাতে উপহার তুলে দেন। রাখির আগে জেনে নিন কোন উপহার পেলে আপনার বোন সবচেয়ে বেশি খুশি হবে। জেনে নিন কোন রাশির জন্য কোন উপহার পারফেক্ট।


মেষ রাশি


মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। আপনার বোনের রাশি মেষ হলে তাঁকে জিঙ্কের তৈরি উপহার দিন। এ ছাড়াও লাল রঙের কোনও পোশাক বা কোনও ধাতুর বস্তু দিতে পারেন।


বৃষ রাশি


বৃষ রাশির ওপর শুক্রের প্রভাব থাকে। যে ভাইদের বোনের রাশি বৃষ, তাঁরা নিজের বোনকে সাদা রঙের কোনও বস্তু উপহার দেবেন। সম্ভব হলে রুপোর তৈরি বস্তু দিতে পারেন। বৃষ রাশির বোনকে রেশমের পোশাক ও মার্বেলের শোপিসও উপহারে দিতে পারেন।


মিথুন রাশি


বুধ মিথুন রাশির অধিপতি। আপনার বোন মিথুন রাশির জাতক হলে তাঁকে সবুজ রঙের বস্তু বা সবুজ রঙের পোশাক উপহারে দিতে পারেন।


কর্কট রাশি


কর্কট রাশির বোনের জন্য রাখির দিনে সাদা মিষ্টি আনতে ভুলবেন না। উপহার হিসেবে রুপো, মুক্তো বা অন্য কোনও সাদা বস্তু কর্কট রাশির বোনেদের জন্য সেরা।


সিংহ রাশি


সূর্য সিংহ রাশির অধিপতি হওয়ায় এই রাশির বোনকে হলুদ বা জাফরানি রঙের বস্তু উপহারে দিতে পারেন। পাশাপাশি রাখির দিনে বোনকে কমলা রঙের বা জাফরান দেওয়া মিষ্টি খাওয়াতে পারেন। এর ফলে আপনাদের পারস্পরিক বন্ধন আরও মজবুত হবে।


কন্যা রাশি


কন্যা রাশির জাতকদের ওপর বুধের প্রভাব থাকে। সম্ভব হলে এই রাশির বোনকে পান্নার আংটি দিতে পারেন। কোনও ভালো বই বা গণেশের মূর্তিও দিতে পারেন। বোনকে তাঁর পছন্দের সবুজ রঙের পোশাকও দেওয়া যেতে পারে।


তুলা রাশি


জ্যোতিষ মতে তুলা রাশির জাতকদের ওপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব থাকে। এই রাশির বোনেদের রুপোর গয়না বা রেশমের শাড়ি দিতে পারেন।


বৃশ্চিক রাশি


যাদের বোনের রাশি বৃশ্চিক, তারা বোনকে লাল রঙের ওড়না উপহারে দিন। আবার তামার কোনও জিনিসও উপহার দিতে পারেন। তবে রাখির দিনে বোনকে বোঁদের লাড্ডু খাওয়াতে ভুলবেন না।


ধনু রাশি


ধনু রাশির অধিপতি বৃহস্পতি। জ্যোতিষ মতে ধনু রাশির বোনকে হলুদ বা জাফরানি রঙের পোশাক উপহার দেওয়া উচিত। এ ছাড়াও হলুদ রঙের শোপিসও উপহার দিতে পারেন।


মকর রাশি


মকর রাশির বোনকে মোবাইল বা কোনও গ্যাজেট উপহারে দিন। এ ছাড়াও অন্য কোনও ধাতুর জিনিসও দিতে পারেন। লোহার তৈরি কোনও বস্তুও রাখির দিনে বোনকে উপহার দিতে পারেন।


কুম্ভ রাশি


কুম্ভ রাশির অধিপতি শনি। তাই এই রাশির বোনেদের কালো রঙের বস্তু উপহার দিন। রান্নাঘরে ব্যবহার করা যায় এমন কোনও বস্তুও উপহার দিতে পারেন।


মীন রাশি


যাঁর রাশি মীন তাঁদের পিতলের জিনিস উপহারে দিন। এ ছাড়াও হলুদ রঙের বস্তুও উপহার দিতে পারেন। বোনকে কোথাও ঘুরতে যাওয়ার প্যাকেজ উপহার হিসেবে দেওয়া যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.