SSC চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, টেনে হিঁচড়ে তোলা হল আন্দোলনকারীদের

ODD বাংলা ডেস্ক: সল্টলেক আচার্য সদনের সামনে এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে ধুন্ধুমার পরিস্থিতি। সকাল ৭টা ৪৫ থেকে আচার্য সদনের সামনে জমায়েত করে আন্দোলন শুরু করেন চাকরি প্রার্থীরা। বিক্ষোভের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পূর্ব বিধাননগর থানার পুলিশ। নামানো হয় র‌্যাফ। ঘণ্টাখানেকের আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালেই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা সল্টলেকে আচার্য সদনের সামনে উপস্থিত হয়। চাকরির দাবিতে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। ঘটনাস্থলে উপস্থিত হয় বিধান নগর পুলিশের বিশাল বাহিনী। বিক্ষোভকারীদের ছড়াতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। রীতিমতো জোর করে টেনে হিঁচড়ে সরানো হয় বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.