ভাইরাল ৯০কেজির চন্দ্রযান-৩ দেখতে হুড়োহুড়ি!
ODD বাংলা ডেস্ক: ৯০ কেজি ওজনের মহাকাশযান দেখতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। তবে এই চন্দ্রযানে কৃতিত্ব ISRO-র নয়। দুর্গাপুরের এক সাধারণ মিষ্টির দোকানও বানিয়ে ফেলেছে মহাকাশযান। আসলে এটি চন্দ্রযান-৩ -র আদলে ক্ষীর দিয়ে মিষ্টি ইসরোর সফল অভিযানের পর সেই মিষ্টিএখন সুপারহিট। বানানো হয়েছিল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। দূর দূরান্ত থেকে অনেকেই গাড়ি করে আসছেন দুর্গাপুরের এই মিষ্টির দোকানে। কেউ কিনতে চান! কেউ আবার ছবি তুলছেন ৯০ কেজি ওজনের ক্ষীরের চন্দ্রযান দিয়ে কী হবে জানেন? ভারতের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েয় অনেকেই অনেককিছু করছেন।কিন্তু দুর্গাপুরের এই মিষ্টি বিক্রেতা সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন।
ক্ষীরের তৈরি চন্দ্রযানের উপর রয়েছে সাদা চকোলেট এই মিষ্টি তৈরি করতে খরচ পড়েছে প্রায় ৪৫ হাজার টাকা বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে এসে এই মিষ্টি দেখছেন মানুষ। অনেকে নিলাম করতে বলেছেন, কেউ পুজোর মণ্ডপের সামনে একে রাখতে বলেছেন। ১৫ দিন ধরে ওই ক্ষীরের চন্দ্রযান বানানো হয়েছে। তবে ২৩ অগাস্টের পর থেকে ব্যাপক ভিড় জমেছে ক্ষীরের ওই চন্দ্রযান দেখতে। মানুষ গিয়ে ছবি তুলছেন, এমনকী সেলফি পর্যন্ত তুলছেন ক্ষীরের চন্দ্রযানের সঙ্গে। অনেকে কিনতেও চাইছেন। চন্দ্রযান মিষ্টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Post a Comment