চাঁদের মাটি ছুঁতেই ছ্যাঁকা লাগল চন্দ্রযান-৩-এর! এত তাপমাত্রায় তাজ্জব বিজ্ঞানীরা

ODD বাংলা ডেস্ক: রবিবার চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরু পৃষ্ঠের তাপমাত্রার মাপজোক করে পাঠিয়েছে ইসরোতে। বিজ্ঞানীদের মতে, পৃষ্ঠের কাছাকাছি ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রত্যাশিত ছিল না। চন্দ্রযান-৩ যেখানে অবতরণ করেছে এবং পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে অনুমান করা হয়েছিল সেখানকার তাপমাত্রা ২০ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩০ ডিগ্রির সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করবে। ইসরোর বৈজ্ঞানিক বিএইচ দারুকেশা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আমাদের আশা ছিল তাপমাত্রা ২০-ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩০-ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড। এটি আমাদের প্রত্যাশার চেয়ে আশ্চর্যজনকভাবে বেশি।" পৃথিবীতে তাপমাত্রার এতটা ফারাক খুবই কম ক্ষেত্রেই হয়। চন্দ্রযান-৩-এর প্রথম আবিষ্কারই খুব আকর্ষণীয় ও আশ্চর্যজনক। ওই বিজ্ঞানীর কথায়, "যখন আমরা পৃথিবীর অভ্যন্তরে দুই থেকে তিন সেন্টিমিটার গভীরে যাই, তখন তাপমাত্রার ফারাক হয় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। সেখানেই চাঁদের ক্ষেত্রে সেই ফারাক দাঁড়িয়েছে ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই বিষয়টি যথষ্ট আকর্ষণীয়।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.