ইলিশের স্বাদ কেন নয় আগের মতো
ODD বাংলা ডেস্ক: সময় বদলানোর কারণেই কি? নাকি এর সঙ্গে জড়িয়ে আছে জলবায়ু পরিবর্তন ও আমাদের জলাশয় রক্ষা করতে না পারার ব্যর্থতা। তবে ইলিশের স্বাদ তার আহরণক্ষেত্র অনুযায়ী ভিন্ন হয়। বৈজ্ঞানিকভাবে যদি ব্যাখ্যা করতে হয়, ইলিশ মাছ যখন নোনা জল থেকে মিষ্টি জলে আসে, তখন তার শরীরে অনেক ধরনের বদল হয়। নোনা জলে থাকার সময়ে তার কিডনি বিশেষ কায়দায় কাজ করে। কিন্তু মিষ্টি জলে ঢুকতেই কিডনির গঠন বদলাতে শুরু করে। ইলিশ যখন সমুদ্রে থাকে তখন তার শরীরে থাকে আয়োডিনসহ নানা উপাদান। মিষ্টি জল ঢোকার পরেই মাছ সেগুলো শরীর থেকে বের করে দিতে শুরু করে। ফলে শরীরে চর্বির পরিমাণ বাড়তে থাকে। এরসঙ্গে নারী মাছের শরীরে ডিম আসে। এই বদলগুলোর কারণেই মাছের স্বাদ বাড়ে।
কিন্তু এখন নদীতে মাছ আসার আগেই সমুদ্রে ধরে ফেলা হয়। তাই ইলিশের বাহ্যিক পরিবর্তনের সময় পাওয়া যায় না। তবে নদীর ইলিশের স্বাদও যে অটুট রয়েছে তা বলা যাবে না। কারণ, নদী দখল-দূষণে ভারাক্রান্ত। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাছের অভয়ারণ্য নষ্ট হওয়ায় ইলিশ যা খাচ্ছে তাও তার শরীরে প্রভাব ফেলছে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান জানান, 'ইলিশের অভয়ারণ্য ধ্বংসের পাশাপাশি নদীতে কলকারখানার বর্জ্য মিশে ইলিশের শরীরে প্রভাব ফেলছে। এখন ইলিশের পাকস্থলীতে ৩০ শতাংশ বালু পাওয়া যায়। তাছাড়া রাসায়নিক উপাদান নদীতে মেশায় ইলিশ খাবারের সঙ্গে তা শরীরে নিচ্ছে। ফলে ইলিশের স্বাদেও বদল আসছে।'
ইলিশ
ইলিশের পরিচিত স্বাদ রক্ষার জন্য ইলিশকে সমুদ্র থেকে ৩০-৪০ কিলোমিটার ভেতরে অর্থাৎ নদীতে আসতে দিতে হবে। তাহলেই রক্ষা করা যাবে। শুধু ইলিশকে বিচরণের ক্ষেত্র দিলেই হবে না। ইলিশের অভয়ারণ্য নদীরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে।
Post a Comment