চুরি করে না পালিয়ে সিনেমার সংলাপ লিখছিলেন অমিতাভের ভক্ত

 


ODD বাংলা ডেস্ক: চুরি করে না পালিয়ে নিজের প্রিয় নায়কের সিনেমার সংলাপ লিখছিলেন এক চোর। আর এ ঘটনা টের পেয়ে বাড়ির মালিক খবর দেন পুলিশকে। পরে পুলিশ এসে ওই চোরকে গ্রেফতার করে। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে।

বুধবার (২ আগস্ট) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


তথ্যে বলা হয়, গত রোববার রাতে ইন্দোরের জুনা রিসালা এলাকায় বিজয় যাদব ও সোনু যাদব নামের দুজন এক বাড়িতে চুরি করতে ঢোকেন। চুরির পর সোনু কিছু স্বর্ণালঙ্কার ও অর্থ নিয়ে পালিয়ে যান। কিন্তু বাড়ির দেয়াল আকর্ষণীয় দেখে তাতে সিনেমার সংলাপ লিখতে থাকেন বিজয়। এসময় হঠাৎ একটি গ্লাসে আঘাত লাগার পর সেটি ভেঙে গেলে টের পেয়ে যান বাড়ির মালিক। পরে পুলিশ এসে বিজয়কে গ্রেফতার করে।


এ নিয়ে ইন্দোরের সদর বাজার থানার প্রধান কনস্টেবল ওম প্রকাশ বলেন, অভিযুক্ত বিজয় অমিতাভ বচ্চনের একজন বড় ভক্ত। এরই মধ্যে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.