বিয়েতে মুখে কেক মাখানোয় স্বামীকে ডিভোর্স
ODD বাংলা ডেস্ক: বিয়ের দিন কেক কাটার পর মুখে তা মাখিয়ে দেওয়ার কারণে পরদিনই স্বামীকে ডিভোর্স দিয়েছেন এক নারী। যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। খবর মিরর।
উল্লেখ্য, মুখে কেক মাখানোর ঘটনাকে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন ওই নারী।
ওই নারী দাবি করেন, বিয়ের আগে স্বামীকে অন্তত একটি নিয়ম না ভাঙতে বলেছিলেন তিনি। আর সেটি হচ্ছে মুখে কেক না মাখানো। কিন্তু বিয়ের দিন তা মানেননি স্বামী। তিনি নববধূর মুখে শুধু কেকই মাখাননি। মুখ ধরে কেকে চুবিয়েছেনও।
এ ঘটনার পরদিনই স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন নববধূ। কিন্তু তার আগের সংসারও সামান্য কারণে ভেঙে গিয়েছিল। এ কারণে পরিবার থেকে অনুরোধ করা হচ্ছে, ডিভোর্স না দিতে। কিন্তু তিনি সিদ্ধান্তে অনড়।
এ নিয়ে সামাজিক মাধ্যম রেড্ডিডে একটি পোস্টও দিয়েছেন ওই নারী। তিনি ডিভোর্স চেয়ে যে আবেদন করেছেন, সেখান থেকে বলা হয়েছে ভেবে দেখতে। এরই মধ্যে সেই আবেদন ভাইরাল হয়েছে।
Post a Comment